গত বছর শিহাব শাহীন পরিচালিত ‘বিনি সুতার টান’ নাটকে ছেলে আয়াশকে নিয়ে অভিনয় করে দর্শক মহলে বেশ সাড়া পেয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব।
চমকপ্রদ তথ্য হলো- এবার স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে নাটকে কাজ করতে যাচ্ছেন তিনি। তবে অভিনয় না, নাটকের গল্প লিখেছেন নাজিয়া। নাম 'তুমি বললে'। এটি পরিচালনা করেছেন মাহমুদুর হাসান হিমি।
নাটকে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন সাফা কবির। ভালোবাসা দিবসে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে বলে জানা গেছে।