গভীর রাতে কোন অভিনেতাকে হুমকি দিলেন তানজিন তিশা!

, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-05-02 14:20:10

গেল বছর টেলিভিশনের অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে খবরে এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এ নিয়ে জল কম ঘোলা হয়নি।

তবে শেষ কয়েক মাস বিষয়টি ছিল আলোচনার বাইরে। আবারও সেই গুঞ্জন নিজেই উসকে দিলেন তিশা!

নাটকের দৃশ্যে মুশফিক ফারহান ও তানজিন তিশা / ছবি : ফেসবুক

গতকাল মঙ্গলবার গভীর রাতে হঠাৎ এক ফেসবুক স্টাটাস দেন তিশা। তিনি লিখেছিলেন, ‘আমি যদি চাই আমাদের অঙ্গনের একজন ক্রিমিনালের গল্প শেয়ার করতে পারি। শুধু তা-ই নয়, আমার সেই সাহস যেমন আছে, তেমনি আমার কাছে যাবতীয় প্রমাণও আছে। মনে রাখবে, আমি তোমাকে সবার কাছ থেকে বাঁচিয়ে দিয়েছি, তোমার খারাপ কাজ কাউকে জানতে দিইনি। একজন জনপ্রিয় অভিনেতা হওয়ার আগে সবচেয়ে জরুরি যে বিষয় তা হচ্ছে, একজন ভালো মানুষ হওয়া এবং বিশ্বস্ত মানুষ হওয়া।’

তানজিন তিশা / ছবি : ফেসবুক

পোস্টটি নিয়ে যখন আলোচনা শুরু হয়, তখন সেটি তিনি সরিয়ে নেন। আজ বুধবার সকাল থেকে তানজিন তিশার সেই পোস্টটি দেখা যাচ্ছে না। তবে সেই স্ট্যাটাসের স্ক্রিন শট ঠিকই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। তানজিন তিশার লেখায় পরিষ্কার, তিনি তার কোন সহশিল্পীর কথা বলেছেন, যার সঙ্গে তার সম্পর্কটা ব্যক্তিগত। নাটকসংশ্লিষ্ট কেউ কেউ বলছেন, তানজিন তিশা তার অভিনয়শিল্পী প্রেমিককে সবার সামনে ভয়ভীতি দেখাতে এমন পোস্ট গভীর রাতে দিয়েছেন। এরপর তাদের বোঝাপড়া হয়তো ঠিক হয়েছে, তাই পোস্ট সরিয়ে নিয়েছেন।

তানজিন তিশা / ছবি : ফেসবুক

এর আগেও একাধিকবার প্রেমের সম্পর্কের কারণেও খবরের শিরোনামে এসেছেন তানজিন তিশা। এর মধ্যে দেশের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের সঙ্গে তার প্রেমের সম্পর্কের বিষয়টি ছিল ওপেন সিক্রেট। তিশা যখন অভিনয়ে ব্যস্ত হতে শুরু করলেন, তখন হাবিব ওয়াহিদের সঙ্গে চুটিয়ে প্রেম করেন বলে সে সময় সংবাদ শিরোনাম হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর