টুম্পার নতুন ধামাকা

সুরতাল, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2024-01-12 16:00:29

টুম্পা খান সুমী, ‘অপরাধী’ গেয়ে এপার বাংলা পেরিয়ে ওপার বাংলায়ও পৌঁছে যাওয়া তরুণ সংগীতশিল্পী।
বিভিন্ন শিল্পীর কন্ঠে শোনা পছন্দের গানগুলো নিজের মতো করে গাওয়ার চেষ্টাটা তার দীর্ঘদিনের।

আরমান আলিফের ‘অপরাধী’ই প্রথম নয়।
ইউটিউবে একটা চ্যানেল আছে সুমীর।

ওটাতেই আপলোড হয় অধিকাংশ গান, ২০১৪ থেকে।

শেয়ার হয় ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আস্তে আস্তে তৈরি হতে থাকে বেশ কিছু ভক্ত।

সেই তালিকা ক্রমাগত বাড়তে থাকে, বাড়তেই থাকে।

‘অপরাধী’ গানটা ভাইরাল হয়ে টুম্পাকে অল্প ক’দিনেই পাইয়ে দেয় তুমুল খ্যাতি।

স্বপ্ন পূরণের পথে এগিয়ে দেয় অনেকটাই।

তারই ধারাবাহিকতায় টুম্পার মৌলিক গান বাজারে আসে।
আজব রেকর্ডস-এর নিজস্ব ইউটিউব চ্যানেল গত মাসেই প্রকাশ করে নতুন এই গানের অফিসিয়াল ভিডিও।


অষ্টপ্রহর শিরোনামের এই গানটি সারাজাত সৌম’র লেখা।

সুর ও সংগীতায়োজনে ফরহাদ।

একমাস পেরুলো কেবল।

এরইমধ্যে ঘোষিত হলো টুম্পার নতুন ধামাকা।
কবির বকুলের লেখা এবং সুর করা ‘দু:খবন্ধু’।
নতুন গান।
মেহেদীর সঙ্গীতায়োজনে তৈরি এই গানটির ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

তিনি জানালেন,

গানটি ৩০ তারিখ আসছে সাউন্ডটেক-এর ব্যানারে।

টুম্পা অবশ্য তারিখ বলছেননা নির্দিষ্ট করে।

বলছেন ইদের আগেই আসবে গানটি।

গীতিকবি কবির বকুল প্রথম থেকেই উদীয়মান এই তরুণ সংগীতশিল্পীর পাশে।


বিভিন্নভাবে সহযোগিতা করছেন তাকে।

এবার একসঙ্গে বানালেন ‘দুঃখবন্ধু’।

টুম্পার গাওয়া প্রথম চলচ্চিত্রের গানটিও কবির বকুলের লেখা।

সুর ও সঙ্গী আলী আকরাম শুভ’র।

সঙ্গীতশিল্পী কিশোরের সঙ্গে গাওয়া দ্বৈত এই গানটি এখনও শুনতে পারেননি শ্রোতারা।

টুম্পার দুঃখবন্ধু কি কবির বকুল?

এমন প্রশ্ন করাই যায়।

উত্তর হ্যাঁ হলে মন্দ হয় না।

বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির যা অবস্থা, তাতে করে টুম্পার মতো নতুনের পাশে একজন কবির বকুল দাঁড়ালে সেটা সৌভাগ্যই বয়ে আনবে।

উল্লেখ্য-

টুম্পা নিজেকে যাচাই করার জন্য নিয়মিত গান চর্চার পাশপাশি নাম লেখাতেন বিভিন্ন প্রতিযোগিতায়। গাজী টায়ার্স-এর ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ ক্যাম্পেইনে জয়ী হয়েছিলেন গত বছর। এই তো ক’মাস আগেও প্রাণ লেয়ার মিউজিক কন্টেস্টের সেরা বারোতে উঠে এসেছিলেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর