এর অবস্থান রাজধানীর মিরপুরের পূর্ব শেওড়াপাড়ার কবরস্থান রোডের ৯৬৮ নম্বর বাড়ির পঞ্চম তলায়।
ফ্যাশন হাউজটির ব্যবস্থাপনা পরিচালক মামনুন হাসান ইমন, চিত্রনায়ক।
চেয়ারম্যান আয়েশা ইসলাম আশা, ইমনের স্ত্রী।
তিনি পড়ালেখা করেছেন ফ্যাশন ডিজাইনিং-এ।
ফলে ফ্যাশন হাউজ ব্যবসার সঙ্গে নিজেকে জড়ানোর ইচ্ছে তার অনেকদিনের।
প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে ইমন-আশা’র সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পূর্ণিমা, চিত্রনায়ক নীরব, নায়িকা তমা মির্জা সহ আরও অনেকেই।
আয়েশা বললেন-
আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের শুরুর মুহূর্তে যারা আমাকে অনুপ্রেরণা দিতে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন যাতে আমি ভালোভাবে আমার এই ব্যবসাটি চালিয়ে নিতে পারি আপনাদের সবার সহযোগিতায়।
ইমন বললেন-
বিন্দু থেকেই সিন্ধু তৈরি হয়। ছোট করেই ‘আয়েশাস ট্রেন্ডি হ্যাঙ্গার’ যাত্রা শুরু করলো। আগামীতে ঢাকার বিভিন্ন শপিংমলসহ দেশের বিভিন্ন শহরে এর শাখা চালু করার ইচ্ছে আছে। পাশাপাশি আমেরিকাতেও একটি শো রুম চালুর ইচ্ছে আছে।
পূর্ণিমা বললেন-
ইমন এবং আয়েশার জন্য শুভকামনা রইলো। তারা যেন এই ব্যবসায় সাফল্য পায়, এই দোয়া থাকবে সবসময়।
তমা মির্জা বললেন-
আমার খুব ভালো একজন সহকর্মী ইমন ভাই। একজন নিবেদিত মনের মানুষ। ভাবীও ভালো মনের মানুষ। তাদের নতুন পথচলার সাফল্য কামনা করছি।
‘আয়েশাস ট্রেন্ডি হ্যাঙ্গার’-এ সালোয়ার কামিজ, কুর্তি, শাড়ি, কসমেটিকস, ব্যাগ ইত্যাদি পাওয়া যাচ্ছে আপাতত।
আগামীতে আরো নানান কিছু সংযোজন করা হবে বলে জানালেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।
ছবিঃ সংগৃহীত