‘চকোলেট বয়’ হিসেবে তাকে দেখা গেছে নির্মাতা সুরজ বারজাতিয়ার একাধিক ছবিতে।
‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’ এসব ছবিতে তো সালমান আদর্শ পুরুষ!
অথচ তিনিই কিনা স্কুলে পড়ার সময় শিক্ষিকাদের সঙ্গে ফ্লার্ট করতেন!
বিশ্বাস করা যায়?
সালমান বললেন-
স্কুলে কেউ শিক্ষিকার প্রেমে পড়েনি, এটা অসম্ভব। অনেকে হয়তো ওই বিষয়টি নিয়ে মুখ খোলেন না, তবে আমি খোলাখুলি বলি যে- আমি স্কুলে পড়ার সময় আমার শিক্ষিকার সঙ্গে ফ্লার্ট করতাম।
সুনীল গ্রোভারের আয়োজনে টিভি শো ‘দাস কা দাম’-এর শেষ পর্বের শুটিংয়ের ফাঁকে সালমান জানালেন স্কুলবয়সে শিক্ষিকার প্রেমে পড়ার গল্প।
তিনি যখন স্কুলে পড়তেন, বিভিন্ন রকম দুষ্টুমি করতেন শিক্ষিকার সঙ্গে। এমনকী স্কুল ছুটি হলে সাইকেলে চড়িয়ে বাসায় পৌঁছে দিতেন শিক্ষিকাকে। সাইকেলের পেছনের বসার ক্যারিয়ারটি পর্যন্ত খুলে ফেলেছিলেন শিক্ষিকাকে সামনে বসাতে চেয়ে।
৫২ বছর বয়সী সালমান খান আপাতত ব্যস্ত 'ভারত' ছবির শ্যুটিং নিয়ে। পরিচালনায় আলী আব্বাস জাফর। ক্যাটরিনা কাইফ, দিশা পাটানি ও টাবুও আছেন ছবিতে।
ইউরোপের দেশ মালটায় চলছে ‘ভারত’-এর দ্বিতীয় পর্বের শুটিং। ছবিটি প্রযোজনা করছে অতুল অগ্নিহোত্রীর রিল লাইফ প্রডাকশন প্রাইভেট লিমিটেড ও ভূষণ কুমারের টি-সিরিজ।