জন্মদিনে সবচেয়ে বড় উপহার মানুষের ভালোবাসা: ফেরদৌস

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 22:46:01

ঘড়ির কাটা ১২টা স্পর্শ করতেই ৪৩ বছরে পা দিয়েছেন বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেরদৌসের কাছে বার্তা২৪.কমের জানতে চাওয়া,

কি করছেন জন্মদিনে?

এই বছরের জন্মদিনে আলাদা করে প্ল্যান করে কিছু করার অবস্থা নেই। বাসায় পরিবারের সঙ্গে সময় কাটাবো। রাতে ছেলে মেয়েরা আমাকে কেক এবং পিজা বানিয়ে সারপ্রাইজ দিয়েছে। অনেকেই ফোন দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।

উপহার কি পেলেন জন্মদিনে?

আমার জন্মদিনে সবচেয়ে বড় উপহার হচ্ছে মানুষের ভালোবাসা; যারা আমাকে এতদূর নিয়ে এসেছেন।

ঘর বন্দি জন্মদিনে কি কি মিস করছেন?

বাসুদাকে খুব মিস করছি। সবচেয়ে বেশি মিস করবো বাবাকে। এছাড়া এবার বন্ধুদের মিস করছি, ভাইবোনদের মিস করছি।

১৯৭৬ সালের আজকের দিনে কুমিল্লার তিতাস এলাকায় জন্মগ্রহণ করেন ফেরদৌস আহমেদ। পড়ালেখা শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে। চলচ্চিত্রে আসার আগে ফেরদৌস র‍্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন ফ্যাশন সেক্টরে। আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের হাত ধরে র‍্যাম্পে তার হাতেখড়ি।

ফেরদৌস আহমেদ, ছবি: সংগৃহীত

ফেরদৌস আহমেদ, চলচ্চিত্র জগতে পরিচিত পান ফেরদৌস হিসেবে। তার চলচ্চিত্রে আগমন ঘটে প্রয়াত নৃত্য পরিচালক আমির হোসেন বাবু এর হাত ধরে। তখন আমির হোসেন বাবু পরিচালক হিসেবে নাচভিত্তিক একটি চলচ্চিত্র নাচ ময়ূরী নাচ নির্মাণের পরিকল্পনা করছিলেন। একসময় তিনি আকর্ষণীয় দৈহিক সৌষ্ঠবের অধিকারী ফেরদৌসকে আবিষ্কার করেন। কিন্তু আমির হোসেন বাবু সেই ছবির কাজ আর শুরু করতে পারেননি।

১৯৯৭ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘বুকের ভিতর আগুন’ সিনেমাতে কাজ করতে ফেরদৌস প্রথম ক্যামেরার সামনে আসেন। সিনেমাটি প্রয়াত অভিনেতা সালমান শাহের এর আকস্মিক মৃত্যুর কারণে তার অভিনীত অসমাপ্ত একটি সিনেমা ছিলো। তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় ‘পৃথিবী আমারে চায় না’। পাশাপাশি তিনি কলকাতার চলচ্চিত্রেও অভিনয় করছেন। ‘মিট্টি’ নামে ২০০১ সালে একটি বলিউডের সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস।

তবে ১৯৯৮ সালে ফেরদৌস ভারতের বিখ্যাত চলচ্চিত্রকার ও পরিচালক বাসু চ্যাটার্জি পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

ফেরদৌস চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং, টিভি উপস্থাপনা ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে তার অনবদ্য অভিনয়ের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত করেছে।

এ সম্পর্কিত আরও খবর