চোখ জুড়ানো প্রশান্তি হাতিরঝিল!

বিবিধ, ফিচার

ফটো ও স্টোরি - সুমন শেখ, স্টাফ ফটোকরেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 22:42:24

কর্মব্যস্ত রাজধানীর সৌন্দর্য হাতিরঝিল। দৃষ্টি নন্দন হাতিরঝিলের সবুজ দৃশ্য, সুশীতল বাতাস, বিস্তীর্ণ জলাধার ভ্রমণ পিপাসু মানুষকে সহজেই আকর্ষণ করে।

সারা বছর হাতিঝিল ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। যার মধ্যে শরৎকাল অনন্য। আকাশজুড়ে থাকে সাদা মেঘের ভেলা, যা হাতিরঝিলের সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণে।

সবুজে ঘেরা হাতিরঝিলের ব্রীজ দিয়ে চলাচল করা গাড়িগুলোকে দেখতে অসাধারণ লাগে।

যান্ত্রিক ঢাকার মাঝে যেন এক অন্য ঢাকা হাতিরঝিল। একদিকে সবুজ অন্যদিকে লেকের পানি।

আর সেই লেকের পানিতে দাপিয়ে বেড়াচ্ছে ওয়াটার ট্যাক্সি।

প্রতিটা দিনেই নগরজীবনের ক্লান্তি দূর করতে কিংবা নির্মল বায়ুতে শ্বাস নিতে নানা বয়সী মানুষ হাতিরঝিলে ঘুরতে আসে। তবে ছুটির দিনে অবসাদ কাটাতে মানুষের ঢল নামে।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষণে ক্ষণে রঙ বদলায় হাতিরঝিল।

সকালের শুভ্রতা ছড়িয়ে দুপুরের কড়া রোদে সবুজের প্রশান্তি। এরপর দুপুর শেষে পড়ন্ত বিকেলের ঝিরিঝিরি হাওয়া।   

গোধূলি বেলায় দিনের শেষে রূপ নেয় বর্ণিল আলোর মাদকতায়। এরপর সন্ধ্যায় আঁধারে ঢেকে যায় হাতিরঝিল।

এ সম্পর্কিত আরও খবর