নারায়ণগঞ্জের জালকুড়িতে তাজা শাকের মৌসুম শুরু

বিবিধ, ফিচার

ছবি: সৈয়দ মেহেদী হাসান, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | 2023-08-24 11:44:27

বর্ষার পানি শুকিয়ে যাওয়ায় নারায়ণগঞ্জের জালকুড়িতে কৃষকরা জমিতে শাক-সবজির চাষ শুরু করেছেন।

অনেক চাষী আবার ইতোমধ্যে বিভিন্ন ধরণের শাক তোলা শুরুও করেছেন। শরতের রৌদ্রোজ্জ্বল সকালে লালশাক, পাটশাক তুলতে ব্যস্ত কৃষকরা।

এক সময়কার প্রাচ্যের ডান্ডি খ্যাত নগর নারায়ণগঞ্জের শহুরে ব্যস্ততার কোন ছাপ নেই সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এই জালকুড়ি গ্রামে। সহজ-সরল গ্রামীণ মানুষের পথচলায় মুখরিত প্রাণোজ্জ্বল চিরায়ত এ গ্রাম।

ফসলি জমির পাশে নিঁচু জলাভূমিতে এখনও সামান্য পরিমাণে বর্ষার পানি আটকে আছে।

সেখানে কাদামাটিতে একাকার হয়ে মাছ ধরায় ব্যস্ত শিশু-কিশোর থেকে বৃদ্ধরা। তাদের চোখে মুখে এক অন্যরকম আনন্দ লক্ষ্য করা যায়। এ সময় শিং, কই, শোল সহ আরও নানান জাতের মাছ ধরা পড়ে তাদের হাতে।

এ সম্পর্কিত আরও খবর