ভোরের আলোয় শাপলার স্নান!

, ফিচার

ফটো স্টোরি, বার্তা২৪.কম | 2023-08-31 09:16:37

পূব আকাশে তখন সূর্যের আলো ফুঁটতে শুরু করেছে। আড়মোড়া ভেঙে সজাগ হচ্ছে সবুজ প্রকৃতি। চারিদিক থেকে আসছে পাখির কিচিরমিচির শব্দ। ভোরের মিঠা আলোয় বিলের পানি চিকচিক করছে। সেই আলো সাদা শাপলা ফুলের গায়ে পড়ে অপরূপ সৌন্দর্য সৃষ্টি হয়েছে। যেন শাপলাগুলো ভোরের আলোয় স্নান সেরে উঠেছে। দূরন্ত কিশোর বিলের গোঁড়ালি সমান পানিতে নেমে শাপলা তুলতে ব্যস্ত; মুখে এক গাল হাসি!


দৃশ্যটি সাতক্ষীরার সদর থেকে অদূরেই পোড়ার বিলের। বিলের শ্যাওলা ভরা পানিতে ফুটে আছে সাদা শাপলা ফুল। যেন পুরো বিল জুড়ে নয়নাভিরাম শাপলা ফুলের সমারোহ। কোনো প্রকার চাষ ছাড়াই জন্মেছে শাপলাগুলো।

সকালবেলা এখানে বেড়াতে এসে পানিতে সাজানো শাপলা ফুলের বাগান দেখে যে কেউ মনে মনে গুণগুণ করে গেয়ে উঠবেন, ‘তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন’।


পোড়ার বিলে খুব সকালেই শাপলা ফুল তুলতে আসেন শিশু-কিশোরসহ বড়রা। এখান থেকে শাপলা তুলে অনেকে ঘরে নিয়ে রান্না করেন। অল্প আয়ের মানুষেরা আবার বাজারে বিক্রি করে থাকেন।

শুক্রবার (১৫ অক্টোবর) ছুটির ভোরে শাপলা ফুলের ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী মেহরাব নাঈম।

এ সম্পর্কিত আরও খবর