শীতের সকালে ব্যস্ত কৃষক

বিবিধ, ফিচার

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 07:02:04

শিশিরভেজা সকালের প্রকৃতি 

সূর্য কেবল পূব দিগন্তে উঁকি দিতে শুরু করেছে। আকাশের এমন মোহময় রূপে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতে কার না ইচ্ছা করে? 

সূর্যের আলোতে ঝলসানো গ্রামের সকালে ভোর হলেই কৃষকরা মাঠে কাজ করতে শুরু করে। 

নারায়ণগঞ্জ বন্দর এলাকার দিগলদি গ্রাম। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কৃষক-কৃষাণীরা মাঠে যান কাজ করতে। 

দুই ভাই একসঙ্গে মুলা ক্ষেতে কাজ করছে। ছোট ভাই জাহিদ বড় ভাই শামসুদ্দিনকে মুলা উঠানোর কাজে সাহায্য করছে।

 

মুলা সালাদ, তরকারি ও ভাজি হিসেবে খাওয়া যায়। আবার মুলার পাতা শাক হিসেবেও জনপ্রিয়। বাজারে এখন মুলার কেজি সাইজভেদে ২০ টাকা করে।

 

এ সম্পর্কিত আরও খবর