২০২৩ এর শ্রেষ্ঠ বাড়ি 'গ্রিনহাউজ'

, ফিচার

ফিচার ডেস্ক, বার্তা২৪.কম | 2023-12-15 20:05:24

মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম হলো বাসস্থান। নিজস্ব একটা মাথা গোজার ঠাঁই তৈরি করতে অনেকে পুরো জীবন কষ্ট করে যায়। দিনশেষে যে বাড়িতে ফিরে বিশ্রাম নেবেন সেই বাড়িকে শান্তিময় করে তোলার চেষ্টা করেন সবাই। এজন্য ঘর তৈরি করা থেকে শুরু করে ইন্টেরিয়ার ডিজাইনিং, আসবাবপত্র, ঘরের রঙ- এমনকি ডেকোরেশনের মধ্যেও সৌখিনতা ফুটিয়ে তোলা হয়।

গত ১০ বছর ধরে 'রয়াল ইন্সটিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্ট' বা রিবা তাদের সমীক্ষা অনুযায়ী বছরের সেরা বাড়ির নাম প্রকাশ করে। তারা ইতিমধ্যে প্রকাশ করেছে ২০২৩ সালের শ্রেষ্ঠ বাড়ির নাম। যুক্তরাজ্যের ক্লাইড সার্কাস কনভেনশন এরিয়ার এক গলিতে অবস্থিত এই বাড়িটি পুনরুদ্ধার করা হয়েছে। 'গ্রিনহাউজ' নামের ৫ রুমের এই বাড়িটিকে 'সাধারণের মাঝেও অসাধারণ বাড়ি'র খেতাব দিয়েছে রিবা’র বিচারকমন্ডলী। প্রতিবেদন- স্কাই নিউজ। 

ছবি: স্কাই নিউজ 

বাড়িটি ক্রস লেমিনেটেড কাঠের তৈরি। পুরো বাড়ি জুড়ে বিভিন্ন জায়গায় সবুজ গাছপালায় পরিপূর্ণ। বাড়িতে একটি সুন্দর খোলা ছাদও রয়েছে। পুরো বাড়ি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন পর্যাপ্ত আলো-বাতাস আসতে পারে। নিচে একটি বসার জায়গা আছে যেখানে বসে খোলা আকাশ উপভোগ করা যায়। পুরো বাড়ির বিভিন্ন জিনিসে হাল্কা সবুজের স্নিগ্ধ ছোঁয়া রাখা হয়েছে। বলা যায়, বাড়িটি তার 'গ্রিনহাউজ' নামের যথার্থতা প্রকাশেরই যোগ্য।

রিবা সদস্যরা বাড়িটির বর্ণনা করার সময় জানান, বাড়িটির ভেতর যথেষ্ট খোলামেলা ও আরামদায়ক। বাড়ির মালিক ঘরের মধ্যে ও সিলিং-এ অনেকটা খোলামেলা রেখেছেন। বিভিন্ন ফটোশ্যুট করার জন্য বেশ সুন্দর এই জায়গাটি। এখানে শিশুরা বিভিন্ন অনুষ্ঠানে অভিনয়ও করে।

বিচারকগণ বাড়ির স্টাইল, আকার ও অনন্যতার প্রশংসা করেছেন। এছাড়াও তাদের বিবেচনাধীন আরও দুইটি বিষয় ছিল। আর তা হলো- বাড়ি তৈরিতে খরচ হওয়া সময় ও অর্থের পরিমাণ। এই বাড়ি তৈরির খরচ তারা প্রকাশ করেননি, তবে তা অনেক বেশি নয়। বাড়িটি এমনভাবে তৈরি করা হয়েছে তাতে তা বোঝার উপায় নেই। সীমিত খরচে অসাধারণভাবে সৌখিনতাপূর্ণ এই বাড়ি তৈরি হওয়ায় বিস্মিত বিচারকরা।

এ সম্পর্কিত আরও খবর