একটি বিড়াল গভীর নিদ্রায় ডুবে আছে। ঘুমন্ত অবস্থাতেই সে কোলে জরিয়ে রেখেছে একটি মাছ। বিড়াল প্রেমিদের কাছে খুবই আদুরে একটি দৃশ্য এটি। এরকম দৃশ্যের একটি চিত্রকর্ম তৈরি করা হয়েছে থাইল্যান্ডে। আকারে বিশাল এই চিত্রকর্ম আপনার নজর কাড়বেই। তবে অবাক হবেন জেনে যে, এই দৃশ্য কোনো রঙ-তুলি দিয়ে ক্যানভাসে আঁকা কোন ছবি নয়। বরং ফসলের মাঠে সুকৌশলে ফুটিয়ে তোলা হয়েছে এই শিল্প।
থাইল্যান্ডের এক ফসলের মাঠে তানইয়াপং জাইখাম নামের এক কৃষক ও তার সহযোগীরা মিলে বিশাল এই চিত্রকর্ম তৈরি করেছেন। তাও কিনা নানা ধরণের ফসল চাষের মাধ্যমে। এটি দেখার অভিজ্ঞতা অর্জন করতে হলে আপনাকে দৃষ্টি রাখতে হবে আকাশের উপর থেকে। উত্তর প্রদেশের প্রান্তে চিয়াং রাইয়ের মাঠে বিভিন্ন জায়গায় এই চিত্রকর্ম তৈরির জন্য তারা চারা রোপণ করেন। অঙ্কুরিত রঙধনুর চারাগাছে ফুটে উঠেছে ছবিটি।
তানইয়াপং জানান, পর্যটক ও বিড়ালপ্রেমীদের আকৃষ্ট করার জন্য তারা এই চিত্রকর্ম তৈরি করেছেন। তারা আশা করছেন, হাজার হাজার মানুষ তাদের এই ফসলের ক্ষেত দেখতে আসবেন।
তিনি আরও বলেন, এই ফসলগুলো সময়ের পরিবর্তনে রঙও পরিবর্তন করে। তাছাড়া বড় হওয়ার সাথে সাথে ছায়ার স্থানও পরিবর্তন হবে। তাই খুব ভালোভাবে পরিকল্পনা করে চারা রোপণ করতে হয়েছে। এজন্য জিপিএস স্থানাঙেকর উপর ভিত্তি করে বিড়ালটি মডেল করা হয়েছে।
থাইল্যান্ডে একটি প্রবাদ আছে, 'পানিতে মাছের বাহার,মাঠের ধানে আহার।' সেই প্রবাদকে সম্মান প্রদান করতেই এই চিত্রকমের্র পরিকল্পনা তাদের মাথায় আসে। দর্শনার্থীরা যেন এই দৃশ্য ভালোভাবে উপভোগ করতে পারে। ভারতের পর থাইল্যান্ডেই বিশ্বে শস্য সরবরাহকারী দ্বিতীয় বৃহত্তম দেশ। এই বছর তারা ৮.৫ মিলিয়ন টন ধান রপ্তানি করার প্রচেষ্টা করছেন।
তথ্যসূত্র:হিন্দুস্তান টাইমস