মানুষ স্বভাবতই সামাজিক জীব। তাই আমরা একা বসবাস করতে পারিনা। একাকীত্ব কাটাতে আর নিরাপদ আশ্রয়ের আশায় মানুষ ভালোবাসে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
চক্ষুলজ্জা কাটিয়ে ধর্ম, বর্ণ, জাতিভেদে ভালোবাসা জয়ের অনেক কাহিনী রয়েছে আমাদের সমাজে। তেমনই ভালোবাসায় বয়সও কোনো বাধা নয়। যেকোনো বয়সেই সঠিক মানুষটির দেখা পেয়ে যেতে পারেন। একবার পেয়ে গেলে আজীবনের জন্য হাত ধরে ফেলুন।
দু’জনের বয়সই তখন ৬০ এর কোঠা পেরিয়েছে। ২০১০ সালে এক সিনেমা হলে তাদের দেখা। বন্ধুত্ব হওয়ার পর ২০১৩ সাল থেকে তাদের দীর্ঘ প্রণয় ও ২০২০ সালে এসে পরিণয়। যাদের কথা বলছি তারা আমেরিকার সুখী দম্পতি লিন্ডা (৭৩) ও লেইটন (৭৭)। দু’জনেরই ৬০ বছর পার হওয়ার পর তারা একে অপরের সাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন।
তাদের জীবনের শুরুর ব্যাপারে কথা বলতে গিয়ে লিন্ডা জানান, প্রথম দেখায় তারা গভীরভাবে একে অপরকে ভালোবেসে ফেলেন। সিনেমা হলে ঘটনাক্রমে তাদের দেখা ও কথপোকথন হয়। তারা দু’জনই তখন সিঙ্গেল ছিলেন এবং নিজেদের পেশায় সফল ছিলেন। প্রথম দেখা হওয়ার সময় তাদের সাথে লেইটনের বন্ধু ভিকও ছিলেন। ভিক তাদের দু’জনকে একত্র করার ব্যাপারে যথেষ্ট উৎসাহ প্রকাশ করতেন।
লেইটন জানান, তিনি একজন দক্ষ নাবিক এবং তার নিজের নৌকাও ছিল। লিন্ডা তখন মার্কেটিংয়ে সফলতা অর্জন করে আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করছিলেন। তবে রোড আইল্যান্ডে বড় হওয়ায় পানির সাথে তারও এক গভীর সম্পর্ক ছিল। সেই থেকে তাদের মধ্যে এক যোগসূত্র স্থাপন হয়।
এখন তারা দু’জনই দুজনের ব্যাপারে অনেক প্রশংসা করেন। লেইটন তার সাথে একজন ভ্রমণসঙ্গীর আশা করছিলেন। লিন্ডা তাই উৎসাহের সঙ্গে রাজি হন। এত বছরে তারা জীবনের নানা চড়াই উৎরাই পার করেছেন। এখন তারা একত্রে পালতোলা নৌকায় ভ্রমণে যান। এমনকি বছরের অর্ধেক সময় এখন একত্রে সমুদ্রেই কাটান।
তথ্যসূত্র:দ্য গার্ডিয়ান