মুগ্ধতা ছড়িয়ে ডুবে গেলো বছরের শেষ সূর্য

বিবিধ, ফিচার

স্টোরি ও ফটো: মানসুরা চামেলী ও সৈয়দ মেহেদী হাসান | 2023-09-01 19:56:22

বিদায় নিয়েছে বছরের শেষ সূর্য। তার সঙ্গে ঘটনার আবরণে জড়ানো ‘২০১৮ সালও। নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত পুরো দেশ। আর কয়েক ঘণ্টা পর হবে সে অপেক্ষার অবসান। শুরু হবে বছরের খেরো খাতা ঘেঁটে হিসেব মিলানো।

বছরের শেষ সূর্যটা রক্তিম আভা ছড়িয়ে অস্ত যাওয়ায় নতুন করে মনে করিয়ে দেয় অনেক কিছু। মনের অজান্তে নতুন বছরের নানা ভাবনা মনে দোলা দেয়।

সোমবার (৩১ ডিসেম্বর) বছরের শেষ সূর্যাস্ত দেখতেও ছিলো নয়নাভিরাম। ২০১৮ সালের শেষ সূর্যাস্ত।  

মুগ্ধতা ছড়ানো এ সূর্যাস্ত দেখতে ব্যস্ত নগরীর মানুষও থমকে দাঁড়ান। কৌতূহলী চোখে তাকিয়ে থাকেন হাজারো স্মৃতি নিয়ে আভা ছড়িয়ে ডুবে যাওয়া সূর্যের দিকে।

কৌতুহলি মানুষের প্রত্যাশা, পুরনো বছরের সব ব্যর্থতা, গ্লানি এই সূর্যাস্তের মধ্য দিয়ে বিদায় নেবে। নতুন বছরে উদায় হবে নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে।

এ সম্পর্কিত আরও খবর