শুরু হয়েছে ইংরেজি নববর্ষ ২০১৯। সময়ের হাত ধরে যোগ হলো নতুন আরও একটি বছর। পুরাতন হিসাব ভুলে তারুণ্যের স্বপ্ন দেখছেন তরুণরা। নতুন বছরে সবাইকে সাথে নিয়ে দেশ গড়ার স্বপ্ন দেখছেন তরুণরা। ২০১৯ দেশের জন্য নতুন প্রত্যাশার একটি বছর, এমনটাই ভাবেন তরুণরা। নতুন বছরের নতুন সরকার তরুণদের স্বপ্নগুলো বাস্তবে রূপ দেবে এমনটাই দাবি তরুণদের। বর্তমান প্রজন্ম কথায় নয়, কাজেই বিশ্বাসী।
সমাজের পিছিয়ে পড়া মানুষজন নিয়ে স্বপ্ন দেখেন বর্তমান তরুণরা। স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অটুট রাখতে দেশ ও দশের অগ্রযাত্রাই তরুণদের প্রত্যাশা। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সহিংসতা, হানাহানি মুক্ত দেশ চায় তারা।
গত হওয়া সময়ের ভুলগুলি ভুলে গিয়ে সুন্দর ও সাজানো দেশ গড়তে সবার অংশগ্রহণ চান তারা। সুন্দর পরিকল্পনা দিয়ে শুধু দেশ না, পুরো বিশ্বকেও জয় করা সম্ভব। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় তরুণরা সবাইকে নিয়ে এগোতে চায়। দেশের কল্যাণে কাজ করার সুযোগ চায় তরুণ সমাজ।