উপহার পেতে কার না ভালো লাগে! এখন চলছে ডিসেম্বর মাস। এই মাসকে উপহারের মাস বললেও ভুল হবে না। ক্রিসমাস উপলক্ষে পুরো মাস জুড়েই উপহার আদান প্রদানের রীতি রয়েছে। উত্তেজনায় পরিপূর্ণ হয়ে উপহারের বাক্স হাতে নিয়ে বসলেন। ভালো কোনো উপহার পাওয়ার আশায় চোখ চকচক করছে। খুলে দেখলেন ভাগ্যে জুটেছে আস্ত আলু! কেমন বোধ করবেন তাহলে?
হাস্যকর হলেও, এমন বাস্তব ঘটনা ঘটেছে আমান্ডা বি.নামের এক নারীর সাথে। ‘ক্রিসমাস বোনাস’ হিসেবে অফিস থেকে দেওয়া হয়েছে আলু। শুধু তাই নয়, রয়েছে মড়ার উপর খাঁড়ার ঘা। আলুর খরচ ১৫ ডলার বাবদ কর গুনতে হবে তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম (এক্স)- এ ঘটনা এমন বর্ণনা দিয়েছেন আমান্ডা নিজেই।
আমান্ডা বলেন, ক্রিসমাস উপলক্ষে তাদের অফিসে একটি আলুর বার স্থাপন করা হচ্ছে। বোনাস হিসেবে আলু পেয়ে তারা রীতিমতো অবাক । কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তীতে ১৫ ডলার কর হিসেবে কাটা হবে। তার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
তিনি আরও জানান, অনেকেই তাকে বলেছে তার প্রতিবাদ করা উচিত। সাথে চাকরিও ছেড়ে দিতে বলছে অনেকে। কিন্তু বেঁচে থাকতে তার অবশ্যই টাকার প্রয়োজন। তবে, সম্ভবত নতুন চাকরি পেলে এই চাকরি ছেড়ে দেবেন। এই ঘটনায় এক্স ইউজাররা অনেক রকম মন্তব্য করেছেন। আলু উপহার দেওয়াকে ভালো নজরে দেখছেন না কেউই।
ক্রিসমাস বা বড়দিন উপলক্ষ্যে বয়সভেদে নানারকম উপহারই হয়তো পেয়েছেন। কিন্তু এমন উপহার, তাও কর্মক্ষেত্র থেকে পাবার আশা হয়তো কেউই করবে না।
তথ্যসূত্র: এনডিটিভি