অনাগত শিশুর জন্য জন্মের কিছু সময় আগে বেবিসাওয়ারের আয়োজন করা হয়। অনেক সময় জমজ বাচ্চা মায়ের গর্ভে থাকে। বিশেষ ক্ষেত্রে ৩ বা ৪ জন বাচ্চাও থাকতে পারে। এক গর্ভে একাধিক বাচ্চা থাকলেও সাধের অনুষ্ঠান একসাথেই হয়। এ এমন আহামরি কোনো ব্যাপার নয়!
সম্প্রতি গর্ভের ৫ শিশুর জন্য সাধের আয়োজন করা হয়েছিল। সংখ্যাটা যদিওবা কান খাড়া করে দেয়। তবে আরও মজার তথ্য আছে এই অনুষ্ঠানের বেলায়। যে ৫ শিশুর জন্য এই আয়োজন, তারা এক গর্ভের সন্তান নয়। ৫ মায়ের ৫ সন্তানের জন্য একত্রে সাধের আয়োজন করা হয়েছে। তবে চক্ষু ছানাবড়া হবে এই শুনলে যে, মা ভিন্ন হলেও ৫ সন্তানের বাবা একজনই।
যুক্তরাষ্ট্রের সঙ্গীত শিল্পী জেডি উইল। ২২ বছর বয়সী ৫ সন্তানের হবু বাবা। সেই খুশিতে একসঙ্গে ৫ স্ত্রীর সাধের আয়োজন করেছেন তিনি। অনুষ্ঠানে ৫ গর্ভবতী মাকে একত্রে আনন্দ উদযাপন করতে দেখা গেছে।
গত ১৪ জানুয়ারি ৫ মায়ের একসাথে বেবি সাওয়ার হয়েছে। জেডির স্ত্রী লিজি অ্যাশলিয়েগের বয়স ২৯ বছর। টিকটকে তিনি এই ব্যাপারে পোস্ট করেছেন। তিনি লেখেন, উইলের পঞ্চস্ত্রী একে অপরের বোনের মতো। শিশুদের জন্য একত্রে বেড়ে ওঠা মঙ্গলকর হবে। এমনটাই মন্তব্য করেছেন উইলের স্ত্রী। সেই পোস্টে ১০.৫ মিলিয়ন ভিউ হয়েছে।
সন্তানের আগমণ উপলক্ষ্যে বাবা-মা আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বেবি সাওয়ার বা সাধের অনুষ্ঠানে গর্ভবতী মা থাকে মধ্যমণি। তার জন্য নানারকম খাবারের আয়োজন করা হয়। শিশুর সুস্থ ভাবে বৃদ্ধি এবং ভূমিষ্ঠ হওয়ার প্রত্যাশা করা হয় এইদিন। উইলের স্ত্রীদের নেচে-গেয়ে এই অনুষ্টান উপভোগ করতে দেখা গেছে।
তথ্যসূত্র: টরেন্টো সান