লন্ডনের রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন এক ব্যক্তি। হাঁটার সঙ্গী তার পোষা কুকুর। তখন নিউহ্যামে ০-র নিচে তাপমাত্রা বিরাজ করছিল। রাস্তায় হাঁটতে হাঁটতে এক প্রত্যাশিত ঘটনার সাক্ষী হলেন তারা।
রাস্তার পাশে তারা একটি জীবন্ত প্রাণের সন্ধান পেলেন। ব্যক্তি এবং তার পোষ্য, একটি শপিং ব্যাগে খুঁজে পেলেন এক নবজাতক শিশু। তোয়ালে মোড়ানো অবস্থায় ছিল শিশুকন্যা। তাকে হাসপাতালে ভর্তি করা হয় তৎক্ষণাৎ।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এখন এই ব্যাপারে তদন্ত করছে। তারা বলেন, ‘বৃহস্পতিবার পূর্ব লন্ডনের নিউহ্যামে এক ব্যক্তি এবং তার কুকুর হাঁটছিল। জাতীয় আবহাওয়া পরিষেবা সেদিনের রুক্ষ আবহাওয়ার কথা জানিয়েছে। লন্ডনে তখন তাপমাত্রা ছিল মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস। শিশুটিকে একটি তোয়ালে মোড়ানো অবস্থায় পাওয়া গেছে।
নিউহ্যামের পুলিশদের নেতৃত্বদানকারী, চিফ সুপারিনটেনডেন্ট সাইমন ক্রিক একটি বিবৃতি দেন। তিনি বলেন, ‘লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস’-এর প্যারামেডিকদের হাতে শিশু কন্যাকে তুলে দেওয়া হয়। তারা না আসা পর্যন্ত ওই ব্যক্তি বাচ্চা মেয়েটির যত্ন নেন। শিশুকে উষ্ণ রাখার যথেষ্ট চেষ্টা করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তাকে বার বার পরীক্ষা করেছিলেন’
তিনি আরও বলেন, শিশুটির সুস্থতায় তিনি আনন্দিত। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুর সুরক্ষা নিশ্চিত করেছে। সে কোনওভাবেই আহত হয়নি, সেই তথ্যও দেয়। হাসপাতাল কর্মীদের যত্নে শিশুকন্যা এখন নিরাপদ এবং ভালো আছে।
পুলিশ শিশুটির মায়ের খোঁজ করছে। জন্মদাত্রীর নিরাপদে থাকার প্রার্থনা করেন তারা। পুলিশের সাথে দ্রুত যোগাযোগ করার আবেদনও করা হয়েছে।
তথ্যসূত্র: খালিজ টাইমস