ভেবেছিলেন পাথর, ৪ দিন ধরে বয়ে বেড়ালেন গুলি!

, ফিচার

ফিচার ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-25 11:15:24

কার্নিভাল সিটি ব্রাজিলের রিও। সারাবছর সেখানে পার্টি চলতেই থাকে। অন্যান্য দিনের মতোই এক যুবক পার্টিতে যায়। বন্ধুদের সাথে নেচে গেয়ে আনন্দ উদযাপন করছিলেন। হঠাৎ তার মাথায় কিছু এসে আঘাত করলো। প্রচন্ড ব্যথায় কুঁকড়ে উঠলেন তিনি। সাথে সাথে মাথা থেকে রক্তও বের হতে শুরু করলো। কিছুক্ষণ পর রক্ত পড়া কমতে থাকে। তিনি আঘাত টাকে তেমন গুরুত্ব দেন নি। ভেবেছিলেন পাথর বা এই জাতীয় কিছুই তার মাথায় আঘাত করেছিল। তিনি আবার বন্ধুদের সাথে পার্টি করতে ব্যস্ত হয়ে পড়েন।

২ দিন পর তিনি অনুভব করেন তার ডান হাত এবং আঙুল ঠিক মতো কাজ করছে না। তিনি ঠিক মতো ডান হাত নাড়াতে পারছিলেন না। সময়ের সাথে সাথে শারীরিক অসুবিধা বেড়ে চলেছিল। তাই, ৪ দিন পর তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর যা সামনে এলো, তা সকলের জন্য ছিল অবিশ্বাস্য!   

মাথার ভেরত গুলি থাকার এক্সরে(বামে), পার্টির দিন পাওয়া আঘাত(ডানে)

২১বছর বয়সী মেটাস ফ্যাসিও, ব্রাজিলের রিও ডি জেনেরিওতে বসবাস করেন। পার্টিতে তিনি ভেবেছিলেন কেউ মজা করে তার দিকে পাথর ছুঁড়ে মেরেছে। কিন্তু তিনি কোনো আওয়াজ পাননি। তাই তিনি বা তার বন্ধুরা কেউই ব্যাপারটিকে বিশেষ পাত্তা দেয়নি। তাই তারা আবার পার্টি করতে শুরু করে। তবে সেটা কোনো পাথর ছিল না। সেটা ছিল একটা ৯ মিলিমিটারের বুলেট।

শুধু ফ্যাসিও বা তার পরিবারই নয়,সেবিকা এবং ডাক্তাররা এই ঘটনায় অবাক হয়ে গেছে। একজন ৪ দিন ধরে মস্তিষ্কে একটি গুলি নিয়ে ঘুরছে, অথচ টেরও পায়নি। বরং তিনি যথেষ্ট স্বাভাবিক অনুভব করছিল। এই ঘটনা সকলের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে।

হাসপাতালে চিকিৎসাধীন আছেন ফ্যাসিও

পরবর্তীতে চিকিৎসকরা তার মাথা থেকে গুলিটা বের করে আনে। সেটা মস্তিষ্কের এমন জায়গায় আটকে ছিল যে অংশ ডান হাতের নড়াচড়া নিয়ন্ত্রণ করে। একটু এদিক সেদিক হলে, আরও গুরুতর সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল। ফ্যাসিও এখন বিপদমুক্ত আছে এবং কিছুদিনের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

এ সম্পর্কিত আরও খবর