বাংলাদেশ শিল্পকলা একডেমি এই প্রথমবারের মতো আয়োজন করেছে- জাতীয় মিষ্টিমেলা-২০২৪। এতে দেশের ৬৪ জেলার মিষ্টি স্থান পেয়েছে। ঢাকার শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে আয়োজন করা এ মেলা ৬ মার্চ শুরু হয়ে চলবে ১০ মার্চ পর্যন্ত। মেলা ঘুরে বিভিন্ন মিষ্টির ছবি তুলেছেন বার্তা২৪.কমের ফটো এডিটর নূর এ আলম।
দেশের বিভিন্ন অঞ্চলভিত্তিক ঐতিহ্যবাহী মিষ্টি নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে।
দেশের ৬৪ জেলার মিষ্টি মিষ্টিমেলায় স্থান পেয়েছে।
খাদ্য সংস্কৃতি হিসেবে দেশের মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ মেলার আয়োজন করেছে।
বুধবার সকাল ১১টায় মেলার উদ্বোধন করা হয়।
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য শিল্পী হাশেম খান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ।
জাতীয় মিষ্টিমেলা আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, আমরা আমাদের গৌরবের বিষয়গুলো আবিষ্কার করতে চাই এবং তার প্রচার ও প্রসার ঘটাতে চাই।
তিনি বলেন, আমাদের অনেক মিষ্টি জিআই হয়েছে। আরো যে সব মিষ্টি জিআই হওয়া উচিত, তা নিয়ে আমরা কাজ করবো।
আশা করি, মেলাটি সাফল্যমণ্ডিত হবে এবং প্রতিবছরই আমরা এ মেলার আয়োজন করবো।
মেলার প্রতিদিন বিকেল ৫টা থেকে লোক-সংস্কৃতিবিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রতিদিন মেলায় অসংখ্য দর্শক মিষ্টিমেলায় উপস্থিত হচ্ছেন।