বার্ষিক গতির সাথে তাল মিটিয়ে কেটে যায় সময়। বছর পার হয়ে ঘুরে আসে একই তারিখগুলো। সময়ের সাথে ইতিহাসের পাতায় গল্প জমা হতে থাকে। ঘুরে তাকালে দেখা যায় সেই গল্পগুলো।
আজ ১২ মার্চ, ২০২৪। বছরের পর বছর নানান গল্প জমা হয়েছে আজকের তারিখে। জেনে নেওয়া যাক, ঐতিহাসিক সেসব ঘটনা!
১৯৩০ সালে ভারতের স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধী লবণ ট্যাক্সের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শুরু করেন। ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করা তার এই বিক্ষোভ অনেক বিখ্যাত। লবণ ট্যাক্সের কারণে ভারতীয়রা ব্রিটিশদের ব্যাপকভাবে ঘৃণা করতে শুরু করে।
ভারতের মুম্বাইতে ১৯৯৩ সালে বোমা হামলা হয়। সেই দুর্ঘটনায় অন্তত ২০০র অধিক মানুষ নিহত হওয়া ছাড়াও, প্রায় ৮০০ জন আহত হয়। আজকের দিনে মাত্র ১ ঘণ্টা ১৫ মিনিটের মধ্যে শহরের ১৩টি স্থানে বোমা বিস্ফোরণ ঘটেছিল।
১৯৮৪ সালে আজকের দিনে ব্রিটেনের খনি শ্রমিকরা ধর্মঘট শুরু করেন। তাদের বিরুদ্ধে আসা হুমকির প্রতিবাদে সারাদেশের অর্ধেকেরও বেশি শ্রমিক কাজ বন্ধ করেন। এই আন্দোলন পরবর্তীতে ১ বছর ধরে চলে। যুক্তরাজ্যের এখনো অবধি দীর্ঘতম এবং শিল্পখাতে ক্ষতিককর ধর্মঘট ছিল এটি।
যুক্তরাজ্যে ‘চার্চ অফ ইংল্যান্ড‘ প্রথমবার নারী যাজকদের প্রবেশ ঘটে। ১৯৯৪ সালে একসাথে ৩৩ জন নারী নিয়োগ করা হয়।