দক্ষিণ গোলার্ধে যখন শীত বিদায় নিয়ে জাগছে বসন্তের দোলা, তখন পৃথিবীর উত্তর গোলার্ধে চলছে শীতের প্রবল তাণ্ডব। উত্তর আমেরিকা ও ইউরোপে হিমাঙ্কের নিচের তাপমাত্রার প্রকোপে নাকাল জনজীবন। যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তবর্তী বিশ্বখ্যাত নায়াগ্রা ফলসের বিপুল জলরাশি পরিণত হয়েছে বরফে!
পৃথিবীর অন্যতম বৃহৎ জলপ্রপাত নায়াগ্রা দিয়ে যে বিশাল জলরাশি নেমে আসে, সেগুলো এখন বরফখণ্ড। কানাডা প্রবাসী বাংলাদেশি লেখক-সাংবাদিক সৈকত রুশদীর বরাতে জানা গেছে, ‘বরফে ঢাকা চারদিক। নায়াগ্রা ফলস এখন বিচিত্রভূমি।’
কানাডার নাগরিকরা জলশূন্য নায়াগ্রার বরফাবৃত রূপ দেখে বলছেন, ‘Niagara Falls a winter Wonderland now’।
একজন পর্যটকের বক্তব্যে ফুটে উঠেছে কানাডার চলমান শীতের প্রচণ্ডতার ভাষ্য। তিনি জানাচ্ছেন, ‘মাত্র ২৫ মিনিটের জন্য সূর্যের দেখা মিলেছিল। মাইনাস ২৫ ডিগ্রিতে আমি থরথর করে কাঁপছিলাম।’
জার্মানির স্টুটগার্ট থেকে বার্তা২৪.কমের অতিথি লেখক সঙ্গীত শিল্পী কণা ইসলামও জানিয়েছেন শীতের তীব্রতার বিবরণ: ‘তুষারের-বরফের আস্তরণে চারপাশ শ্বেত-শুভ্র হয়ে গেছে। তাপমাত্রা মাইনাসের নিচে। জীবনযাত্রা ব্যাহত হচ্ছে শীতের থাবায়। প্রকৃতি এখন নিঝুমপুরীর মতো ঘুমন্ত।’
বৈশ্বিক জলবায়ুর বৈচিত্র্যে নানা দেশে দেখা যায় প্রকৃতির নানা রকমের খেলা। পৃথিবীর দক্ষিণাংশ শীত পেরিয়ে যখন ক্রমেই উষ্ণতার দিকে যাত্রা করছে, তখন উত্তর গোলার্ধে বইছে প্রচণ্ড শৈত্য প্রবাহ। দক্ষিণের দেশগুলোতে বসন্তের আগমনীতে ঝরা পাতার বিষণ্ন দিন শেষে গাছে গাছে আসছে নতুন পত্র-পুষ্প-পল্লব। বাংলাদেশের বিস্তৃর্ণ জনপদে এখন চলছে শীত বিদায়ের পালা। ফুল, পাখি, প্রজাপতির আনাগোনায় দরজায় টোকা দিচ্ছে চিরযৌবনের ঋতু বসন্ত।
এমনই সময়ে পৃথিবীর উত্তরের দেশগুলো আচ্ছন্ন হয়ে আছে শীতের আলো-ছায়ায়। নগর-জনপদ বরফাচ্ছন্ন। শীতের তীব্রতায় পানি পরিণত হচ্ছে বরফে। সুবিশাল জলপ্রবাহের নায়াগ্রা জলপ্রপাত পর্যন্ত জমে বরফ হয়ে যাওয়ার খবর অপরূপ প্রকৃতির বিচিত্র বিভা ও বিশিষ্টতার বার্তা জানাচ্ছে।