জাতীয় গ্রন্থাগার দিবস পালন

বিবিধ, ফিচার

স্টাফ করেসপন্ডেন্ট, বিনোদন, বার্তা২৪.কম | 2023-09-01 14:44:47

‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’র প্রত্যয়ে পালিত হলো জাতীয় গ্রন্থাগার দিবস।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দ্বিতীয়বারের মতো পালন করা হয় জাতীয় গ্রন্থাগার দিবস।

গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে সকাল ৯টায় শাহবাগে এক র‌্যালি উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু।

র‌্যালিটি শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সামনে থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র ঘুরে এসে গণগন্থাগার অধিদপ্তরের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েবটি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন।

র‌্যালিতে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘গ্রন্থাগারের প্রয়োজনীয়তা সবার সামনে তুলে ধরার জন্য এ দিবসটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’


অন্য আরেক শিক্ষার্থী বলেন, প্রতিটি মানুষের উচিত গ্রন্থাগারে যেয়ে বই পড়া, তবেই জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে।

বিকেলে গ্রন্থাগার অধিদপ্তরের শওকত ওসমান মিলনায়তনে আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় জাতীয় গ্রন্থাগার দিবসের কর্মসূচি।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ অক্টোবর ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর ২০১৮ সালে ৫ ফেব্রুয়ারি প্রথম গ্রন্থাগার দিবস পালন করা হয়।

এ সম্পর্কিত আরও খবর