ব্রিটিশ কাউন্সিলের জরিপে সবচেয়ে সুন্দর ৭০ ইংরেজি শব্দ

, ফিচার

তানিম কায়সার, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট | 2023-09-01 22:18:35

ইংরেজিকে মধুর ভাষা মনে করেন না, এমন মানুষের সংখ্যা কম নয়। কিন্তু তাই বলে এই ভাষায় যে মধুর কোনো শব্দ নেই, এমন নয়। অনেকের কাছে কাঠখোট্টা বলে বিবেচিত এই ভাষাতেও রয়েছে বেশ কিছু শ্রুতিমধুর শব্দ। ২০০৪ সালে ব্রিটিশ কাউন্সিল এমনই কিছু শব্দকে চিহ্নিত করে যেগুলোকে বলা হয়ে থাকে ইংরেজি ভাষার সবচেয়ে সুন্দর শব্দ। বিভিন্ন অঞ্চলের মানুষ, তাদের ভাষাগত পছন্দ-অপছন্দ এবং আবেগ-অনুভবকে নিয়ে দীর্ঘ যাচাই-বাছাই শেষে ৭০টি শব্দকে নির্বাচন করে ব্রিটিশ কাউন্সিল।

ব্রিটিশ কাউন্সিল বিশ্বব্যাপী ইংরেজি ভাষার জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে এবং প্রতি বছর প্রায় পাঁচ লক্ষ মানুষকে সহায়তা করে ইংরেজি ভাষা শিখতে। এই গবেষণাটি পরিচালনা করতে গিয়ে প্রধান ভাষা ইংরেজি নয় এমন ১০২টি দেশের প্রায় ৪০,০০০ মানুষের মতামত গ্রহণ করে তারা। সেই লোকদেরকে তালিকা করতে দিলে তারাই এই শব্দগুলোকে সবার উপরে রেখেছিল।

এই পরিসংখ্যানের সবচেয়ে সুন্দর দিক হলো এখানে কাউকেই কোনো শব্দ নির্দিষ্ট করে দেওয়া হয়নি। সকলেই তাদের একান্ত পছন্দের শব্দ দিয়ে তালিকা সাজিয়েছেন। আর এই তালিকায় এমন সব শব্দ স্থান পেয়েছে যেগুলো মূলত অর্থবহ, উচ্চারণে সহজ এবং সুন্দর। নেতিবাচক অর্থ বহন করে এমন শব্দ এই তালিকায় স্থান পায়নি।

এই গবেষণাকে স্বাগত জানিয়েছেন ইংলিশ ভাষা-বোদ্ধাদের অনেকেই। অনেকে আবার আপত্তি করেছেন। তবে পক্ষে বা বিপক্ষের সকলেই এটা মেনে নিয়েছেন যে, নির্বাচিত শব্দগুলো আসলেই সুন্দর, মার্জিত এবং শ্রুতিমধুর।

ব্রিটিশ কাউন্সিলের সেই ৭০টি শব্দ জানার আগে আমাদের আরেকটি বিষয় জেনে নেওয়া উচিত। শব্দগুলো দেখে আপনার মনে হতে পারে সম্ভবত এখানে এমন সব শব্দকে বেছে নেওয়া হয়েছে যেগুলো নান্দনিক এবং শুনতে খুব ভালো লাগে। কিন্তু শুধু এই বিষয়কে উপজীব্য করেই এই শব্দগুলো নির্বাচিত হয়নি। বরং এই তালিকা তৈরি হয়েছে মানুষের আলাদা আলাদা ভাবনা, আলাদা আলাদা মূল্যবোধ এবং স্বতন্ত্র আবেগ-অনুভূতির মাধ্যমে।

আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক সেই ৭০টি শব্দ। পাঠকদের সুবিধার্থে বাংলা অর্থ যুক্ত করা হলো।

১. Mother (মা)
২. Passion (আবেগ)
৩. Smile (হাসি)
৪. Love (ভালোবাসা)
৫. Eternity (অনন্তকাল)
৬. Fantastic (চমত্কার)
৭. Destiny (নিয়তি)
৮. Freedom (স্বাধীনতা)
৯. Liberty (স্বাধীনতা)
১০. Tranquility (প্রশান্তি)
১১. Peace (শান্তি)
১২. Blossom (পুষ্প)
১৩. Sunshine (রোদ)
১৪. Sweetheart (প্রিয়তম)
১৫. Gorgeous (ঝলমলে)
১৬. Cherish (লালন করা)
১৭. Enthusiasm (উদ্যম)
১৮. Hope (আশা)
১৯. Grace (কৃপা)
২০. Rainbow (রংধনু)
২১. Blue (নীল)
২২. Sunflower (সূর্য্যমুখী)
২৩. Twinkle (ঝিকিমিকি)
২৪. Serendipity (লাভজনক)
2৫. Bliss (পরম সুখ)
2৬. Lullaby (ঘুমপাড়ানি গান)
২৭. Sophisticated (বাস্তববুদ্ধিসম্পন্ন)
২৮. Renaissance (রেনেসাঁ, নবজাগরণ)
২৯. Cute (আকর্ষণীয়)
৩০. Cozy (আরামদায়ক)
৩১. Butterfly (প্রজাপতি)
৩২. Galaxy (আকাশগঙ্গা)
৩৩. Hilarious (অত্যধিক হাসিখুশি)
৩৪. Moment (মুহূর্ত)
৩৫. Extravaganza (অসংযত আচরণ)
৩৬. Aqua (জল)
৩৭. Sentiment (অনুভূতি)
৩৮. Cosmopolitan (বিশ্বজনীন)
৩৯. Bubble (বুদ্বুদ)
৪০. Pumpkin (কুমড়া)
৪১. Banana (কলা)
৪২. Lollipop (বাতাসা)
৪৩. If (যদি)
৪৪. Bumblebee (ভোমরা)
৪৫. Giggle (মুখ চেপে হাসা)
৪৬. Paradox (স্ববিরোধী)
৪৭. Delicacy (সূক্ষ্মতা)
৪৮. Peekaboo (লুকোচুপি)
৪৯. Umbrella (ছাতা)
৫০. Kangaroo (ক্যাঙ্গারু)
৫১. Flabbergasted (স্তম্ভিত)
৫২. Hippopotamus (জলহস্তী)
৫৩. Gothic (গথ ভাষা)
৫৪. Coconut (নারিকেল)
৫৫. Smashing (গুঁড়ো করা)
৫৬. Whoops (উপস)
৫৭. Tickle (সুড়সুড়ি)
৫৮. Loquacious (বাচাল)
৫৯. Flip-flop (নীতি বা মতের আমূল পরিবর্তন)
৬০. Smithereens (কণা)
৬১. Oi (থেকে)
৬২. Gazebo (চিত্ত বিনোদনের জন্য ব্যবহৃত ছাদ বা খোলা জায়গা)
৬৩. Hiccup (হেঁচকি)
৬৪. Hodgepodge (খিচুড়ি)
৬৫. Shipshape (পরিপাটি)
৬৬. Explosion (বিস্ফোরণ)
৬৭. Fuselage (উড়োজাহাজের কাঠামো)
৬৮. Zing (উচ্ছলতা)
৬৯. Gum (আঠা)
৭০. Hen night (বিয়ের আগে মেয়েদের জন্য উৎসব বিশেষ)

ব্রিটিশ কাউন্সিলের মুখপাত্র গ্রেগ সেলভি এই তালিকার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এটা খুবই আনন্দের বিষয় যে বিশ্বব্যাপী বিভিন্ন জাতি গোষ্ঠীর বিভিন্ন লোক থাকলেও তারা প্রায় সকলেই MOTHER শব্দটিকে রেখেছেন সবার উপরে। এছাড়াও freedom, liberty, peace, renaissance ও destiny-র মতো শব্দগুলোর জনপ্রিয়তা দেখে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন গবেষণায় অংশ নেওয়া লোকদের প্রতি।

এ সম্পর্কিত আরও খবর