বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২৩ হাজার, আক্রান্ত ৫ লাখ ছাড়িয়েছে

, ফিচার

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-14 18:32:02

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস।  চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে।  তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। করোনার প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল এখন ইউরোপ। এ প্রেক্ষাপটে বিশ্বব্যাপী এ ভাইরাসকে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

প্রাণঘাতী ভাইরাস কোভিড-১৯ এ বিশ্বজুড়ে এখন পর্যন্ত ২৩ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লাখ।

বৃহস্পতিবার (২৬ মার্চ)  আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডও মিটারের ওয়েবসাইটের তথ্য বলছে, ১৭৫টি দেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস।  বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৫ হাজার ৫৪ জন।  মারা গেছেন ২৩ হাজার ৬৮৩ জন।   আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ২৩ হাজার ৩২৯ জন।

করোনায় আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ভাইরাসটির প্রাদুর্ভাব কমে আসা চীনে মোট ৮১ হাজার ২২৫ ব্যক্তি আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩২৮৭ জনের।

মৃতের হিসেবে চীনকেও ছাড়িয়ে গেছে ইতালি ও স্পেন। ইতালিতে মৃতের সংখ্যা ৮ হাজার ২১৫। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ৫৩৯  জনে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭১২ জন। করোনায় বিপর্যস্ত ইতালিতে রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৭ চিকিৎসক।

করোনাভাইরাসে স্পেনে মৃতের সংখ্যা ৪ হাজার ১৪৫ জন। নতুন করে ৬ হাজার ৬৬২ জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ১৯৭  জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৯৮ জন।

করোনাভাইরাসে মৃতের দিকে থেকে এরপরের অবস্থান ইরানের। দেশটিতে ২ হাজার ২৩৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৪০৬ জন। ইউরোপীয় দেশ ফ্রান্সে এখন পর্যন্ত মৃতের সংখ্যা এক হাজার ৬৯৬ জন।  গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৬৫ জন।

যুক্তরাষ্ট্রে  এখন পর্যন্ত এক হাজার ১৭৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।  তবে দেশটিতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের উপত্তিস্থল চীনকেও ছাড়িয়েছে আক্রান্তের দিক থেকে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৮৬৪ জন। একদিনে ১৩ হাজার ৬৫৩ জন নতুন করে এ ভাইরাসের আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪৬ জন।

এ সম্পর্কিত আরও খবর