করোনায় মৃতদের দাফনে ৯০০০ ডলার করে দিচ্ছে যুক্তরাষ্ট্র

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 01:38:53

যুক্তরাষ্ট্রে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারির দাফন-কাফনের জন্যে ৯ হাজার ডলার করে দান করবে। সিটিজেন– নন সিটিজেন সকলেই এই অর্থ পাবে।

মার্চ মাসে এই বিধি প্রণয়ন করা হয়েছে কংগ্রেসে পাস হওয়া একটি বিলের মাধ্যমে।

ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, এই আবেদনের জন্যে আগাম রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। ফোন করে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাচ্ছে। সোমবার-শুক্রবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৮টার মধ্যে ফোন করলেই বিস্তারিত পরামর্শ পাওয়া যাবে। করোনায় মারা গেছে এমন তথ্য সম্বলিত ‘ডেথ সাটিফিকেট’ লাগবে। গত বছরের ২০ জানুয়ারি থেকে চলতি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন এমন ব্যক্তিদের স্বজনরাই পাবেন এ সুবিধা।

টোল-ফ্রি হট নম্বর (৮৪৪-৬৮৪-৬৩৩৩) চালু করার কথাও জানিয়েছে তারা।

ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি আরও জানিয়েছে, মৃত ব্যক্তি যদি কাগজপত্রহীন হয়ে থাকেন, তবুও কোন সমস্যা নেই অর্থাৎ সিটিজেন-নন-সিটিজেন সকলের জন্যেই এ অর্থ পাওয়া যাবে। অর্থ সরাসরি ব্যাংক একাউন্টে জমা হবে অথবা চেক পাওয়া যাবে ডাকযোগে। তবে মৃত ব্যক্তির সাথে তার আত্মীয়ের সম্পর্কের প্রমাণ লাগবে।

জানা যায়, মৃতদের স্বজনেরা প্রয়োজনীয় তথ্যসহ ১২ এপ্রিল থেকে আবেদন করবেন এই অর্থের জন্যে।

এ সম্পর্কিত আরও খবর