মিয়ানমারে সেনা হেফাজতে এক ফ্রিল্যান্স ফটোসাংবাদিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার দাবি করেছে, গত সপ্তাহে বিক্ষোভকারীদের ছবি তোলার সময় গ্রেফতার করা হয়েছিল কো সোয়ে নাইং কে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে সরকার উৎখাতের পর এই প্রথম কোনও সাংবাদিকের মৃত্যু হল সেনা হেফাজতে।
সেনা অভ্যুত্থানের অন্তত ১০০ জনেরও বেশি সাংবাদিককে আটক করা হয়, যদিও প্রায় অর্ধেককে ছেড়ে দেওয়া হয়েছে।
স্বজনদের বরাতে প্রতিবেদনে বলা হয়, কো সোয়ে নাইং একজন গ্রাফিক ডিজাইনার এবং সে একজন ফ্রিল্যান্স সাংবাদিক ছিলেন। তাকে গত শুক্রবার (১০ ডিসেম্বর) গ্রেফতার করা হয়েছিল যখন তিনি এবং তার এক সহকর্মী ইয়াঙ্গুনের কেন্দ্রস্থলে সামরিক শাসনের বিরোধীদের ডাকা ধর্মঘটের ছবি তুলছিলেন।
কো সোয়ে নাইং প্রথম বন্দী নন যিনি সেনা হেফাজতে মারা গেছেন। তবে, এর আগে যারা মারা গেছেন তারা হয়তো কোনও রাজনৈতিক দলের কর্মী ছিলেন।