টিকা নেওয়াদের জন্য সীমান্ত খুলছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 14:37:16

আগামী ২১ ফেব্রুয়ারি থেকে টিকার পূর্ণ ডোজ নিয়েছেন এমন পর্যটকদের জন্য সীমান্ত খোলার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। করোনার মহামারি কারণে দীর্ঘ প্রায় ২২ মাস ধরে বন্ধ রয়েছে দেশটির সীমান্ত।

সোমবার (০৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, আমাদের সীমান্ত বন্ধ করার দুই বছর হতে চললো। আপনি যদি দুই ডোজ করোনার টিকা নেওয়া থাকেন, তবে আপনাকে অস্ট্রেলিয়ায় স্বাগতম।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২০২০ সালের মার্চ মাসে সীমান্ত বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া। তারপর থেকে দীর্ঘদিন ভ্রমণ ভিসা বন্ধ থাকায় পর্যটন খাতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটি। এতদিন শিক্ষার্থীরাও দেশটিতে প্রবেশের সুযোগ পায়নি। এনিয়ে সরকারকে সমালোচনাও সইতে হয়েছে।

গত বছর টিকাদান কর্মসূচি শুরু হলে মরিসন সরকার অস্ট্রেলিয়ান, দীর্ঘমেয়াদি বাসিন্দা এবং শিক্ষার্থীদের জন্য নিয়মগুলি ধীরে ধীরে শিথিল করতে থাকে।

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) মরিসন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর