অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাষ্ট্রপতি ভবনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন।
খবরে বলা হয়, আইন-ই-সদরে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি। পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন মন্ত্রীদের শপথ করাতে অপারগতা জানানোর পর শপথগ্রহণের দিন পিছিয়ে দেওয়া হয়। তবে তার অনুপস্থিতিতে সাদিক সানজারানি নতুন মন্ত্রীদের শপথ করান।
মন্ত্রিসভায় ৩১ জন ফেডারেল মন্ত্রী, তিনজন রাজ্য মন্ত্রী ও প্রধানমন্ত্রীর তিনজন উপদেষ্টার শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
প্রেসিডেন্ট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, পিএমএল-এন-এর খাজা মুহাম্মদ আসিফ, আহসান ইকবাল, রানা সানাউল্লাহ, সরদার আয়াজ সাদিক, রানা তানভীর হুসেন, খুররম দস্তগীর খান, মরিয়ম আওরঙ্গজেব, খাজা সাদ রফিক, মিফতাহ ইসমাইল, জাভেদ লতিফ, রিয়াজ হোসেন। পীরজাদা, মুর্তজা জাভেদ আব্বাসি এবং আজম নাজির ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
পিপিপি থেকে সৈয়দ খুরশিদ শাহ, সৈয়দ নাভিদ কামার, শেরি রেহমান, আবদুল কাদির প্যাটেল, শাজিয়া মারি, সৈয়দ মুর্তজা মাহমুদ, সাজিদ হুসেন তুরি, এহসান উর রহমান মাজারি এবং আবিদ হুসেন ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।