ইউক্রেনের বিরুদ্ধে আপাতত আর কোনো বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ক্রেমলিনের লক্ষ্য দেশটিকে ‘ধ্বংস’ করা নয়।
শুক্রবার (১৪ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কাজাখস্তানে সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভু্ক্ত দেশগুলোর সঙ্গে এক সম্মেলন শেষে পুতিন বলেন, এখন বড় কোনো হামলা চালানোর প্রয়োজন নেই। কারণ অন্য অনেক কাজ আছে।
রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে হামলা নিয়ে তার কোনো অনুশোচনা নেই। রাশিয়া সঠিক কাজই করেছে।
রাশিয়ায় নতুন করে সেনা সমাবেশের কোনও পরিকল্পনা নেই উল্লেখ করে পুতিন বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে আংশিক সেনা সমাবেশের আওতায় ৩ লাখ সেনা নিয়োগ চূড়ান্ত হবে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঘোষণার পর হতে এখন পর্যন্ত ২ লাখ ২২ হাজার রিজার্ভ সেনাকে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়ার বিষয় চূড়ান্ত হয়েছে। ৩৩ হাজার ইতিমধ্যে সামরিক ইউনিটে অন্তর্ভুক্ত আছে এবং ইউক্রেনে অভিযানে যুক্ত আছে ১৬ হাজার।
পুতিন বলেন, কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানির মানবিক করিডোর বন্ধ করা উচিত যদি দেশটি সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখে।