হামাসের সম্পূর্ণ ধ্বংস মানে যুদ্ধ ১০ বছর চলবে : মাখোঁ

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-02 20:56:24

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ শনিবার (২ ডিসেম্বর) বলেছেন, গাজায় পুনরায় যুদ্ধ শুরু হওয়ায় খুব উদ্বিগ্ন ফ্রান্স।

এনডিটিভি জানিয়েছে, আরেকটি নতুন যুদ্ধবিরতি শুরু করার প্রচেষ্টায় সহায়তা করার জন্য তিনি কাতারে যাচ্ছেন।

দুবাইতে কপ-২৮ জলবায়ু সম্মেলনের সময় একটি সংবাদ সম্মেলনেও মাখোঁ বলেছিলেন, পরিস্থিতি বদলাতে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি এবং সমস্ত জিম্মিদের মুক্ত করার প্রচেষ্টাকে দ্বিগুণ করতে হবে।

মধ্যস্থতাকারীরা বিরতি বাড়াতে না পারায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি শুক্রবার ভেস্তে যায়।

এদিকে, যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার জন্য ইসরায়েল এবং হামাস একে অপরকে দোষারোপ করেছে।

ইসরায়েলকে হামাসের প্রতি তাদের লক্ষ্য স্পষ্ট করার আহ্বানও জানান মাখোঁ।

মাখোঁ বলেন, ‘আমরা এমন এক মুহুর্তে আছি যখন ইসরায়েলি কর্তৃপক্ষকে তাদের উদ্দেশ্য এবং তাদের চূড়ান্ত লক্ষ্য আরও সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করতে হবে। কেউ কি মনে করে হামাসের সম্পূর্ণ ধ্বংস সম্ভব? এটি করতে হলে যুদ্ধ ১০ বছর স্থায়ী হবে।’

তিনি আরও বলেন, ‘এই অঞ্চলে ইসরায়েলের জন্য কোনও স্থায়ী নিরাপত্তা নেই। আসুন সম্মিলিতভাবে স্পষ্ট হয়ে উঠি।’

এ সম্পর্কিত আরও খবর