৯ ‘সন্ত্রাসী’কে হত্যার দাবি পাকিস্তানের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানে পৃথক ঘটনায় ৯ ‘সন্ত্রাসী’কে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

সেনাবাহিনীর আন্তঃসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বরাত দিয়ে এ খবর জানানো হয়।

বিজ্ঞাপন

শনিবার (৭ সেপ্টেম্বর) পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিওনিউজ এ খবর জানায়।

প্রথম ঘটনাটি ঘটে খাইবার পাখতুয়ার মোহাম্মদ জেলার ফ্রন্টিয়ার্স হেডকোয়ার্টারে (এফসি)।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, শুক্রবার খাইবার পাখতুয়ার মোহাম্মদ জেলার ফ্রন্টিয়ার্স হেডকোয়ার্টারে (এফসি) প্রবেশ করে হামলান প্রস্তুতির সময় ৪ জন আত্মঘাতী বোমা হামলাকারীকে হত্যা করে পাকিস্তানের সেনাবাহিনী।

শনিবার সেনাবাহিনীর আন্তঃসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বিবৃতিতে বলা হয়, খাইবার পাখতুয়ার মোহাম্মদ জেলার ফ্রন্টিয়ার্স হেডকোয়ার্টারে (এফসি) প্রবেশ করে হামলার আগমুহূর্তে ৪ আত্মঘাতী বোমা হামলাকারীকে ‘দোজখে পাঠিয়ে দেওয়া হয়েছে’।

এছাড়া পিশিন জেলার সুরখাব শরণার্থী শিবিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের সময় আরো ৫ জনকে হত্যা করা হয় বলে দাবি করা হয়।

কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের (সিটিডি) এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় অস্ত্র, গোলাবারুদসহ বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়েছে।