৬ থাই জিম্মিকে মুক্তি দিলো হামাস

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-12-04 15:09:40

ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস সোমবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার (বাংলাদেশ সময় বেলা ১১টা) ৬ জন থাই জিম্মিকে মুক্তি দিয়েছে।

কাতারের অবস্থানরত হামাসের হাইকমান্ডের একটি সূত্র এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট কমিটির (আইআরআরসি) প্রতিনিধিদের কাছে এই জিম্মিদের হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যে একটি যাত্রীবাহী বিমান তাদের নিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনাও হয়ে গিয়েছে।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামাসের হাতে থাকা জিম্মিদের মধ্যে মোট ৩২ জন থাই নাগরিক রয়েছেন। ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালে এই ৩২ জনের মধ্যে ১৭ জন ফিরে এসেছেন। সদ্যমুক্তিপ্রাপ্ত ৬ জন দেশে ফিরলে এই সংখ্যা পৌঁছাবে ২৩ জনে।

এ সম্পর্কিত আরও খবর