ইসরায়েলি বাহিনীর গুলিতে পশ্চিমতীরে ৬ ফিলিস্তিনি নিহত

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-08 16:41:23

ইসরায়েল অধিকৃত পশ্চিমতীরের উত্তরে একটি শরণার্থী শিবিরে শুক্রবার (৮ ডিসেম্বর) ইসরায়েলি বাহিনী ছয় ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে খবরটি নিশ্চিত করেছে এনডিটিভি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের এখনও শনাক্ত করতে পারেনি। এটি শুধু জানিয়েছে, নিহতরা তুবাসের কাছে আল-ফারা শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে।

ওই হত্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে মন্তব্য মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি সেনাবাহিনী।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা বলেছে, ‘ক্যাম্পের দিকে ছুটে আসা তীব্র গুলি এবং বিস্ফোরণের কারণে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাড়তে থাকে।’

গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় গত বুধবার জানিয়েছে, পশ্চিমতীরের চারপাশে ইসরায়েলের একাধিক অভিযানে চার ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে দুজন কিশোর রয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিমতীরে ইসরায়েলি অগ্নিসংযোগ ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ২৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।

রামাল্লাভিত্তিক ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে জেনিন শহরে ইসরায়েলি অভিযানে ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।

জাতিসংঘের রেকর্ড অনুসারে, ২০০৫ সালের পর থেকে এটি পশ্চিমতীরে একক অভিযানে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

এ সম্পর্কিত আরও খবর