ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে বিভ্রম ছড়াচ্ছেন বাইডেন : হামাস

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-21 16:20:35

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসরায়েলের সম্মত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন, তা নাকচ করে দিয়েছেন সিনিয়র এক হামাস কর্মকর্তা।

প্রায় এক মাস পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলার পর বাইডেন শুক্রবার (১৯ জানুয়ারি) বলেছেন, ‘কোনও না কোনও উপায়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে সম্মত হতে পারেন নেতানিয়াহু।’

বাইডেনের ওই মন্তব্যের প্রেক্ষিতে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল রিশক এক বিবৃতিতে বলেছেন, ‘ফিলিস্তিন রাষ্ট্র ও এর বৈশিষ্ট্য নিয়ে বাইডেন যে বিভ্রম ছড়াচ্ছেন, তা দিয়ে আমাদের বোকা বানানো যাবে না।’

তিনি আরও বলেন, ‘গণহত্যামূলক এই যুদ্ধের পূর্ণ অংশীদার বাইডেন। আমাদের জনগণ তার কাছ থেকে ভালো কিছু আশা করে না।’

এদিকে বাইডেনের সঙ্গে কথা বলার একদিন আগে নেতানিয়াহু ফিলিস্তিনীদের সার্বভৌমত্বের বিষয়টি নাকচ করে দিয়েছিলেন।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেল শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলাকারী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস সৃষ্টি ও এর ‘অর্থায়নের জন্য ইসরাইলকে অভিযুক্ত করেছেন।

এদিকে রয়টার্স জানিয়েছে, একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাবের বিরোধিতা পুনর্ব্যক্ত করায় ‘দুই-রাষ্ট্র সমাধান’-এর পক্ষে থাকা তার মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সমালোচিত হয়েছেন সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বোরেল বলেন, ‘আমরা বিশ্বাস করি শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনেই বাইরে থেকে একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান চাপিয়ে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি জোর দিয়ে বলছি, ইসরায়েল এই সমাধান প্রত্যাখ্যান পুনঃনিশ্চিত করে যে, প্রতিরোধের জন্য নিজেরাই হামাস তৈরির দিকে এগিয়ে গেছে তেল আবিব। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফাতাহকে দুর্বল করার প্রচেষ্টায় ইসরায়েল সরকারই হামাসকে অর্থায়ন করেছে।’

স্পেনের মধ্যাঞ্চলীয় ভ্যালাডোলিড বিশ্ববিদ্যালয়ে তাকে এক সম্মানসূচক ডক্টরেট প্রদান অনুষ্ঠানে স্প্যানিশ ভাষায় ব্যারেল তার বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গাজায় আজ যেভাবে ঘৃণার বীজ বপন করা হচ্ছে, তাতে যদি আমরা দৃঢ়ভাবে হস্তক্ষেপ না করি, তাহলে ঘৃণা ও সহিংসতা চক্রাকারে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, অন্ত্যেষ্টিক্রিয়া থেকে অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত বিকশিত হতে থাকবে।’

এ সম্পর্কিত আরও খবর