সমঝোতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ, প্রেসিডেন্ট জারদারি

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-02-21 10:36:34

পাকিস্তানে একটি নিষ্পত্তিহীন নির্বাচনের পরে জোট সরকার গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএলএন) এবং বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

দেশটির স্থানীয় গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, কয়েক দফায় বৈঠকের পর অবশেষে বুধবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে দল দুইটি সমঝোতার ঘোষণা দিয়েছে।

এ সমঝোতা অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন পিএমএলএনের শেহবাজ শরিফ। আর দেশটির নতুন প্রেসিডেন্ট হবেন পিপিপির আসিফ আলী জারদারি।

এর আগে জোট গঠনে বার বার আলোচনায় বসলেও কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দল দুটি। পিএমএলএন ক্ষমতা ভাগাভাগির জন্য বিভিন্ন প্রস্তাব দিলেও তাতে সম্মত হয়নি পিপিপি। সর্বশেষ বুধবার ঐক্যমতে পৌছে দল দুটি।

পিপিপির বিলাওয়াল ভুট্টো নিশ্চিত করেছেন, শেহবাজ শরীফ আবারও প্রধানমন্ত্রী হবেন। অপরদিকে প্রেসিডেন্ট পদে বসবেন তার বাবা আসিফ আলী জারদারি। সরকার গঠন হওয়ার পর প্রেসিডেন্ট নির্বাচন হবে। সেখানে পিপিপির আসিফ আলী জারদারিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএমএলএন।

তিনি আরও জানিয়েছেন, শুধুমাত্র পাকিস্তানের স্থিতিশীলতার জন্য তারা জোট সরকার গঠনে সম্মত হয়েছেন।

তবে নতুন সরকারের মন্ত্রীসভায় তারা কোন কোন মন্ত্রণালয়গুলো নেবেন বা পাবেন সেটি পরে জানানো হবে বলে জানিয়েছেন বিলাওয়াল।

অন্যদিকে শেহবাজ শরিফ জানিয়েছেন, তারা ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের স্বতন্ত্র প্রার্থীদের সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু পিটিআই সরকার গঠনে পর্যাপ্ত আসন নিশ্চিত করতে পারেনি। এমনকি পিটিআইয়ের স্বতন্ত্ররা সরকার গঠন করলে পিএমএলএন বিরোধী আসনে বসতেও প্রস্তুত ছিল বলে জানিয়েছেন তিনি। কিন্তু পিটিআই সরকার গঠন করতে পারেনি। ফলে তারা সরকার গঠন করছেন।

এ সম্পর্কিত আরও খবর