সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ২

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-02-21 18:22:25

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় অন্তত দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা ও দেশটির সামরিক বাহিনী। এ হামলায় অনেকেই আহত হয়েছেন বলেও জানানো হয়।  

সামরিক বাহিনী ও সানা'র বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, বুধবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে দামেস্কের কাফর সুসা জেলার একটি আবাসিক ভবনের ফ্ল্যাটের একটি ব্লকে ইসরায়েল বিমান হামলা চালায়। এতে দুই বেসামরিক নাগরিক নিহত হয়। তবে এমন হামলা নিয়ে তাৎক্ষণিক কোন মন্তব্য করেনি ইসরায়েলের সেনাবাহিনী। 

প্রতিবেদনে আরও বলা হয়, এ হামলায় ভবনের নিচে পার্ক করা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রান্ত ভবনটির আশপাশে আবাসিক ভবন, স্কুল এবং ইরানি সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে। ভবনটি ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলোর ব্যবহার করা একটি বিশাল সুরক্ষিত কমপ্লেক্সের কাছে অবস্থিত।

এর আগে, গত বছরের ফেব্রুয়ারিতেও ইসরায়েলি বাহিনী কাফর সুসা জেলাকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছিল। ওই সময় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ইরানি সামরিক বিশেষজ্ঞরা নিহত হন।

এ সম্পর্কিত আরও খবর