ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ কেনার চেষ্টা, ইউক্রেনের এক ব্যক্তির সাড়ে ১১ বছরের কারাদণ্ড

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-28 18:20:02

ইউক্রেনের জন্য গোপন ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ কেনার চেষ্টা করায় গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করে ইউক্রেনের এক ব্যক্তিকে সাড়ে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ রাশিয়ার একটি আদালত।

রাশিয়ার সংবাদ সংস্থা তাসের সূত্রে বুধবার (২৮ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে রয়টার্স।

রাশিয়ার এফএসবি সুরক্ষা পরিষেবাকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, ৫৭ বছর বয়সি ওই ব্যক্তির নাম সের্গেই ক্রিভিটস্কি। তিনি ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার এজেন্ট।

তবে তিনি দোষ স্বীকার করেছেন কি না সে বিষয়ে কিছু জানায়নি তাস।

এফএসবিকে উদ্ধৃত করা হয়েছে, সের্গেই ক্রিভিটস্কি ইউক্রেনে পাচার করার উদ্দেশ্যে রাশিয়ার এস-৩০০ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের গোপন যন্ত্রাংশ কেনার চেষ্টা করেছিলেন।

এফএসবি আরও জানিয়েছে, ক্রিভিটস্কি মেলিটোপোলের বাসিন্দা ছিলেন।

উল্লেখ্য, মেলিটোপোল একটি ইউক্রেনীয় শহর, যা ২০২২ সালের শেষের দিকে রাশিয়া বাহিনী দখল করেছিল।

এদিকে, মস্কো দাবি করে যে, মেলিটোপল এখন রাশিয়ার অংশ, যে দাবি প্রত্যাখ্যান করেছে কিয়েভ এবং পশ্চিমারা।

প্রসঙ্গত, ২০২৩ সালে রাশিয়া ৩১টি গুপ্তচরবৃত্তির মামলা এবং ৯৮টি রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করে, যা ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সর্বোচ্চ সংখ্যা।

এ সম্পর্কিত আরও খবর