পাকিস্তানে প্রবল বর্ষণে শিশুসহ নিহত ২৯

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-03 16:14:40

পাকিস্তানে কয়েকদিন ধরে চলা প্রবল বর্ষণে ১৬ জন শিশুসহ ২৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫০ জন। প্রবল বর্ষণে ভূমিধসের কারণে সেখানকার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। 

রোববার (৩ মার্চ) দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) বরাত দিয়ে এ খবর জানায় দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

গণমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, চলমান প্রবল বর্ষণে সবচেয়ে বেশি নিহত ও আহতের ঘটনা ঘটেছে দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে। প্রদেশটিতে ২৩ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ১৪ জনই শিশু। আর আহত হয়েছেন ৩৪ জন। 

এদিকে, পেশোয়ার প্রদেশেও অবিরাম বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। তুষারপাতের কারণে এসব এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

পিডিএমএ জানায়, বন্ধ রাস্তা খোলার কাজ শুরু করা হলেও একটানা তুষারপাতের কারণে কাজ ব্যাহত হচ্ছে। বৃষ্টি ও তুষারপাতের কারণে বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে পশুপাখিদেরও মৃত্যু হয়েছে।

বৃষ্টি ও তুষারপাত আরও কিছুদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানায় পিডিএমএ।

 

এ সম্পর্কিত আরও খবর