অনিশ্চিত হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি, ২৪ ঘণ্টায় শতাধিক ফিলিস্তিনি নিহত

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-13 19:15:46

ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজার প্রায় ১০০ জন নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালায়। এতে হতাহতের পাশাপাশি বহু ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে লেবানন ভিত্তিক শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বলেছে, লেবাননের অভ্যন্তরে টানা দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি হামলায় তাদের দুই সদস্য নিহত হয়েছেন। 

এদিকে মধ্যস্থতাকারী কাতার বলছে, ইসরায়েল-হামাস যুদ্ধের অবসান এবং জিম্মিদের মুক্ত করতে যুদ্ধবিরতির কোন অগ্রগতি নেই।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩১ হাজার ২৭২ ফিলিস্তিনি নিহত এবং ৭৩ হাজার ২৪ জন আহত হয়েছেন। আর হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৩৯ জন। 

এ সম্পর্কিত আরও খবর