হাঁকডাকের দল বিজেপি কিন্তু সংবিধান পরিবর্তন করার সাহস রাখে না: রাহুল

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-17 16:30:17

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) খুব হাঁকডাকের দল কিন্তু তারা সংবিধান পরিবর্তন করার সাহস রাখে না বলে মন্তব্য করেছেন জাতীয় কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী।

রোববার (১৭ মার্চ) মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে এক জনসভায় এ মন্তব্য করেন বলে টাইম অব ইন্ডিয়া জানায়।

এ সময় রাহুল গান্ধী আরো বলেন, সত্যি কথা হচ্ছে, দেশের জনগণের সমর্থন তাদের দিকেই আছে।

রাহুল গান্ধী এমন সময়ে এ মন্তব্য করলেন, যখন সম্প্রতি বিজেপি দলীয় সংসদ সদস্য অন্ততকুমার হেজ বলেছিলেন, জাতীয় সংসদের লোকসভা ও রাজ্যসভায় বিজেপির দুই-তৃতীয়াংশ ভোট দরকার। তাহলে তার দল (বিজেপি) ভারতের সংবিধান পরিবর্তন করতে পারবে। আমি (অন্ততকুমার হেজ) মনে করি, কংগ্রেস সবকিছুতে অযথা বাগড়া দেয়।

শনিবার রাহুল গান্ধী শনিবার ৬৩ দিনের ‘ভারত জোড়ো নতুন যাত্রা’ অভিযান মুম্বাইতে এসে শেষ করেন। ভারতের সংবিধান রচয়িতা ডা. বিএম আম্বেদকরের সম্মানে সংবিধান রক্ষায় ১৪ জানুয়ারি মনিপুর থেকে ভারত জোড়ো নতুন যাত্রা নামে অভিযান শুরু করেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনগণের সমর্থন আদায়ের উদ্দেশ্যে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রায় অংশ নেন।

 

 

 

এ সম্পর্কিত আরও খবর