তাইওয়ানে ভূমিকম্পের যে চিত্র দেখা গেছে

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-04-03 17:50:54

তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখনো পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। এর কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়েন শহরে। বুধবার (৩ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

দেশটির পূর্ব উপকূলে বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তাইওয়ানের জাতীয় অগ্নিনির্বাপন সংস্থা বলেছে, ভূমিকম্পে মোট ২৬টি ভবন হেলে পড়েছে, নয়তো ধসে পড়েছে।

১।

বুধবার তাইওয়ানে আঘাত হানা ভূমিকম্পে হুয়ালিয়েন শহরের একটি ভবন একপাশে হেলে পড়েছে। ছবি-এএফপি

২।

ক্ষতিগ্রস্ত বিল্ডিং থেকে উদ্ধারকর্মীরা একজন জীবিত ব্যক্তিকে সাহায্য করছেন। ছবি-এএফপি

৩।

ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত একটি অ্যাপার্টমেন্ট। ছবি-রয়টার্স

৪।

ভূমিকম্পের পর ধসে পড়া বাড়ি পর্যবেক্ষণ করছেন এক ব্যক্তি। ছবি-এএফপি

৫।

তাইওয়ানের হুয়ালিয়েনে ভূমিকম্পে ভবন ধসে পড়ার পর সেখানে উদ্ধারকাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি-রয়টার্স

৬। 

তাইওয়ানের পূর্ব উপকূলে ভূমিকম্পের পর ভূমিধস হয়েছে। ছবি-রয়টার্স

৭।

ভুমিকম্পের পর একটি ভবন ধসে পড়ে। ছবি-এএফপি

৮। 

চিয়াং কাই-শেক মেমোরিয়াল হল প্রাঙ্গণে ধ্বংসাবশেষের চারপাশে একটি ব্যারিকেড তৈরি করা হয়েছে। ছবি- এএফপি

৯।

বুধবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন। ছবি-এএফপি

১০।

ভূমিকম্পের পর স্কুল শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে আশ্রয় নেয়। ছবি-দ্য নিউইয়র্ক টাইমস

এ সম্পর্কিত আরও খবর