‘ইসরায়েলে কোনো হামলা নয়’ ইরানকে সতর্কবার্তা বাইডেনের

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-04-13 08:55:12

ইসরায়েল ইস্যুতে ইরানকে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানকে সতর্ক করে বাইডেন বলেছেন, ‘শিগগিরই হামলা করবেন না।’ 

সেই সঙ্গে বাইডেন ইসরায়েলের ওপর যে কোনো প্রকার হামলা ঘটলে ইহুদি রাষ্ট্রটির পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

শুক্রবার (১২ এপ্রিল) হোয়াইট হাউসে ইসরাইলে ইরানের হামলার হুমকি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, আমরা ইসরায়েলকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সব সময় ইসরায়েলকে সমর্থন করবো। তাদের রক্ষায় যুক্তরাষ্ট্র যে কোনো ধরনের সহায়তার জন্য প্রস্তুত। ইরান সফল হবে না। ইসরায়েলে কোনো হামলা নয়— ইরানের উদ্দেশে আমার বার্তা এটুকুই।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে এক বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছিলেন। এরপর থেকেই ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা নিয়ে উদ্বেগ চলছে। যদিও দাপ্তরিকভাবে ইসরায়েল এখনও এ হামলার দায় স্বীকার করেনি। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, ইসরায়েল ওই হামলা চালিয়েছে।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এই কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে। 

ইরানের হুমকির বিষয়ে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইসরায়েল রাষ্ট্রের’ নিরাপত্তা নিশ্চিতে তাঁর সরকার প্রস্তুত রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর