মালদ্বীপে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-04-21 11:01:33

মালদ্বীপের পার্লামেন্ট পিপলস মজলিসের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ভোটের মাধ্যমে জানা যাবে পিপলস মজলিসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে।

রোববার (২১ এপ্রিল) সকালে শুরু হয় এ ভোটগ্রহণ। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, দেশটির ৯৩টি সংসদীয় আসনে সংসদ সদস্য নির্বাচিত করতে ২ লাখ ৮৪ হাজার ৬৬৩ জন ভোটার এ নির্বাচনে ভোট দিচ্ছেন। সকালে দেশটির ৬০২টি কেন্দ্র ও দেশের বাইরেরদুটি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

এদিকে বিশ্লেষকেরা একে দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর জন্য প্রথম বড় ধরনের রাজনৈতিক পরীক্ষা বলে বিবেচনা করছেন। কারণ দেশটির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহের দল মালডিভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা থাকায়মুইজ্জুকে নতুন আইন পাশে বাধার মুখে পড়তে হচ্ছিল।

নির্বাচনটি গত ১৭ মার্চ হওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত হয়ে যায়।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে মোহামেদমুইজ্জু মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এ সম্পর্কিত আরও খবর