পিটিআই-কে নিষিদ্ধের পথ খুঁজছে সরকার: পাকিস্তানের তথ্যমন্ত্রী

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-15 18:51:05

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-কে নিষিদ্ধ করার পথ খুঁজছে সরকার বলে মন্তব্য করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।

সোমবার (১৫ জুলাই) মন্ত্রীর বরাত দিয়ে টিআরটি ইন্টারন্যাশনাল এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

তিনটি মামলার মধ্যে দুটি মামলার রায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে সাজা ভোগ করছেন। আরেকটি মামলার রায় স্থগিত রয়েছে।

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জেলে সাজাভোগকারী ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধের পথ খোঁজা হচ্ছে। তবে তা নির্ভর করছে, রাজনৈতিক অবস্থা কী দাঁড়ায়, তার ওপর।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সোমবার এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, সংসদে অনুমোদন হলেই সরকার সুপ্রিমকোর্টের দারস্থ হবে আইনগতভাবে।

রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে এই আইনি বাধ্যবাধকতা আছে বলে মন্তব্য করেন তিনি।

তারার বলেন, পাকিস্তান ও পিটিআই একসঙ্গে উন্নতি করতে পারে না। সাম্প্রতিক প্রমাণাদি সেটিই প্রমাণ করেছে। এ কারণে সরকার পিটিআইকে নিষিদ্ধ করতে চায়। এ বিষয়ে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরো উল্লেখ করে বলেন, ২০২৩ সালের মে মাসে পিটিআই পাকিস্তানের সেনাবাহিনীকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিল। ইমরান খান দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর