কমলা হ্যারিসই হতে যাচ্ছেন প্রেসিডেন্ট প্রার্থী

, আন্তর্জাতিক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-07-24 12:59:49

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সমর্থিত কমলা হ্যারিসই হতে যাচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী। দলটির শীর্ষস্থানীয় নেতাদের কাছ থেকে সমর্থন পেয়ে অনেকটাই নিশ্চিত হয়েছে তার মনোনয়ন। তবে চূড়ান্ত ঘোষণা হবে চার সপ্তাহ পর শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে।

নিজ দলের ভেতর ও বাইরের চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়ান প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর থেকেই স্পটলাইটে মার্কিন ইতিহাসের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট।

ডেমোক্রেটিক দলের বর্ষীয়ান নেতা প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থনের প্রতি সম্মান রেখেই কমলাকে সমর্থন জানাতে শুরু করেন দলের শীর্ষ নেতারা।

সিএনএন জানায়, এ পর্যন্ত ১ হাজার ৯৭৬ জন ডেমোক্রেট প্রতিনিধি সমর্থন জানিয়েছেন তাকে। তালিকায় রয়েছেন চাক শুমার, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ছাড়াও বেশিরভাগ অঙ্গরাজ্যের গভর্নর ও সিনেটর।

এ সম্পর্কিত আরও খবর