মৌরিতানিয়ায় নৌকাডুবি, নিহত ১৫

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-25 08:42:03

আফ্রিকা মহাদেশের  উত্তর পশ্চিমের দেশ মৌরিতানিয়ার রাজধানী নোয়াকচটের কাছে নৌকাডুবির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, ৩০০ জন যাত্রী বহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় অন্তত ১৫ জন মারা গেছে এবং ১৫০ জনেরও বেশি নিখোঁজ রয়েছে। 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক বিবৃতিতে জানিয়েছে, ‘আনুমানিক ৩০০ জন গাম্বিয়াতে একটি নৌকায় চড়েন এবং গত ২২ জুলাই নোয়াকচটের কাছে নৌকাটি ডুবে যাওয়ার আগে সাত দিন সমুদ্রে কাটান।’

জাতিসংঘের অভিবাসন সংস্থা বলেছে, নৌকাডুবির পর ১২০ জনকে মৌরিতানীয় কোস্ট গার্ড উদ্ধার করেছে। এছাড়া নিখোঁজ ব্যক্তিদের শনাক্ত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বেঁচে যাওয়াদের মধ্যে ১০ জনকে জরুরিভাবে চিকিৎসা সেবার জন্য হাসপাতালে রেফার করা হয়েছে এবং চারজন সঙ্গীহীন ও বিচ্ছিন্ন শিশুকে চিহ্নিত করা হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর