মোদির ডাকা বৈঠকে অনুপস্থিত নীতীশ

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-07-27 16:11:35

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বৈঠকে শনিবার যোগ দেননি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রশাসন সূত্রে এনডিটিভি জানিয়েছে, বিহারের দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি এবং বিজয়কুমার সিংহকে দিল্লির ওই বৈঠকে পাঠিয়েছেন জেডিইউ (জনতা দল ইউনাইটেড) নেতা নীতীশ। এএনআই জানিয়েছে, বিহারের ওই দুই উপমুখ্যমন্ত্রীই বিজেপির।

বিশ্লেষকদের মতে, কেন নীতি মোদির বৈঠকে যোগ দিলেন না নীতীশ, তা এখনো স্পষ্ট নয়। তবে, তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এর আগেও নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিত থেকেছেন নীতীশ।

শনিবার (২৭ জুলাই) রাষ্ট্রপতি ভবনে বসে নীতি আয়োগের বৈঠক। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাত মুখ্যমন্ত্রী সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন। কেন্দ্রের এনডিএ সরকারের শরিক হয়েও তাতে যোগ দেননি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ। এটা নিয়ে তাই উঠেছে প্রশ্ন।

যদিও জেডিইউয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারই প্রথম নয়, এর আগেও নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিত থেকেছেন নীতীশ।

জেডিইউ মুখপাত্র নীরজ কুমার পিটিআইকে বলেন, ‘মুখ্যমন্ত্রীর নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিতি এবারই প্রথম না। এর আগেও নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিত থেকেছেন নীতীশ। তখন বিহারের প্রতিনিধিত্ব করেছিলেন তৎকালীন উপমুখ্যমন্ত্রীরা। এবার রাজ্যের দুজন উপমুখ্যমন্ত্রীই বৈঠকে যোগ দিতে গেছেন।’

নীরজ আরো বলেন, ‘নীতি আয়োগের সদস্য চার কেন্দ্রীয় মন্ত্রী বিহারের। তারাও এই বৈঠকে যোগ দিয়েছেন।

নীতি আয়োগের চেয়ারম্যান হলেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলের লেফ্‌টেন্যান্ট গভর্নর, কয়েক জন কেন্দ্রীয় মন্ত্রী এর সদস্য।

এ বারের বৈঠকে মূল ‘বিকশিত ভারত ২০৪৭’ নিয়েই আলোচনা হওয়ার কথা রয়েছে। বিরোধী জোটের সাত মুখ্যমন্ত্রী যোগ দেননি বৈঠকে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যোগ দিলেও বৈঠকের মাঝপথেই ওয়াক আউট করে বেরিয়ে আসেন।

তার অভিযোগ, তাকে কথা বলতে দেওয়া হয়নি। প্রতিবাদে তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন।

এ সম্পর্কিত আরও খবর