কুর্স্কের আরও এলাকা দখলে নিয়েছে ইউক্রেন

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-17 13:19:06

রাশিয়ার সীমান্ত অঞ্চল কুর্স্কের আরও এলাকা দখল করে নিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।

ইউক্রেনের সেনাবাহিনী বলছে, আরও এলাকা দখল করার পাশাপাশি রাশিয়ার শতাধিক সেনাকেও তারা বন্দি করেছে।

শনিবার (১৭ আগস্ট) মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়মেইল ইউক্রেনের সেনাপ্রধানের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, ইউক্রেনের সেনাবাহিনী প্রধান ওলেকসান্দার সির্স্কেই শুক্রবার বলেছেন, কুর্স্কের আরও এক থেকে তিন কিলোমিটার এলাকা ইউক্রেনের সেনাবাহিনী দখল করে নিয়েছে। সেইসঙ্গে তাদের অবস্থান আরো শক্ত করেছে।

কিয়েভ দাবি করেছে, ইউক্রেনের সেনাবাহিনী ৬ আগস্টের পর কুর্স্কের মোট ৮২টি বসতি অঞ্চল দখল নিয়ে নিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, ইউক্রেনের সেনাপ্রধান সির্স্কেই জানিয়েছেন, ইউক্রেনের সীমান্তবর্তী এলাকা মালয়া লোকনিয়া থেকে ১১.৫ কিলোমিটার রাশিয়ার ভেতরে ইউক্রেনের সেনাবাহিনী সেদেশটির সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করছে।

জেলেনেস্কি বলেন, কিয়েভের সেনারা রাশিয়ার অনেক সেনাকে বন্দি করেছে।

প্রসঙ্গত, ৬ আগস্ট ইউক্রেনের হাজার হাজার সেনাসদস্য রাশিয়ার কুর্স্ক অঞ্চলের ভেতরে ঢুকে এক হাজার কিলোমিটার দখল করে নেয়। দখল করা অঞ্চলে তাদের প্রশাসনিক কার্যালয়ে খোলে। সেসময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কি বলেন, রাশিয়ার অঞ্চল দখল করার উদ্দেশ্য এই নয় যে, ইউক্রেন সেসব এলাকা দখল করে রাখবে। এর মাধ্যমে রাশিয়াকে শান্তি আলোচনায় বসতে বাধ্য করার জন্য রাশিয়ার অঞ্চল দখল করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর