গাজায় এক পরিবারের আটজনসহ ২৪ ঘণ্টায় ২১ ফিলিস্তিনি নিহত

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-18 17:03:25

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২১ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে এক পরিবারের আটজন সদস্য রয়েছেন।

রোববার (১৮ আগস্ট) সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টা ধরে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনী বোমাহামলা চালিয়েছে। এতে দেইর এল-বালাহ-তে একই পরিবারের আট সদস্যসহ অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের মধ্যে ছয়জন শিশু ছিল।

ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর দেওয়া তথ্যমতে, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকার মোট জনসংখ্যার ১.৮ শতাংশ মানুষকে হত্যা করা হয়েছে। যাদের মধ্যে ৩০ বছরের কম বয়সী রয়েছে ৭৫ শতাংশ।

হামাসের কর্মকর্তা ওসামা হামদান আল-জাজিরাকে বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তির প্রধান বাধা হিসাবে মনে করা হচ্ছে।

এদিকে নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়ার দাবিতে হাজার হাজার সরকারবিরোধী বিক্ষোভকারী তেল আবিব এবং অন্যান্য শহরের রাস্তায় বিক্ষোভ নেমেছিল।

গাজায় ইসরায়েলি বাহিনীর ক্রমাগত নৃশংস হামলায় গাজার বিস্তীর্ণ অঞ্চলে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের সংকট দেখা দিয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতৃত্বাধীন হামলার পর থেকে এ পর্যন্ত ৪০ হাজার ৯৯ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯২ হাজার ৬০৯ জন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।

অন্যদিকে হামাসের হামলায় এ পর্যন্ত ইসরায়েলের ১ হাজার ১৩৯ জন নাগরিক নিহত হয়েছেন। এছাড়া বন্দি রয়েছেন ২০০ -এর অধিক।

এ সম্পর্কিত আরও খবর